২০২৬ সালে মোট ২৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংক প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০২৬ সালে সাপ্তাহিক ছুটির দিনসহ মোট ২৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। আজ রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তালিকা চূড়ান্ত করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী ২০২৬ সালের এই ছুটির তালিকা কার্যকর হবে। ব্যাংক ছুটির এ তালিকা মোতাবেক, ২০২৬ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২৮ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার ৬ দিন পড়েছে সাপ্তাহিক ছুটি দিন শুক্রবার। এ ছাড়া ব্যাংক হলিডে উপলক্ষে ১ জুলাই (বুধবার) এবং ৩১ ডিসেম্বর (বৃহস্পতিবার) ব্যাংকে লেনদেন হবে না।

২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ.

pdfডাউনলোডআরও পড়ুন২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন করে১০ নভেম্বর ২০২৫নতুন বছরের ছুটির তালিকায়

৪ ফেব্রুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শবে কদর, ১৯-২৩ মার্চ ঈদুল ফিতর ও জুমাতুল বিদা, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলাগুলোর জন্য প্রযোজ্য), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মহান মে দিবস ও বুদ্ধপূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৬-৩১ মে ঈদুল আজহা, ২৬ জুন পবিত্র আশুরা, ১ জুলাই ব্যাংক হলিডে, ৫ আগস্ট জুলাই গণ–অভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২০ ও ২১ অক্টোবর দুর্গাপূজা (নবমী ও বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশুখ্রীষ্টের জন্মদিন (বড়দিন) এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।

এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে এবং কোনো লেনদেন হবে না। তবে ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন করা হতে পারে বলেও বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে যা জানা জরুরি১১ ঘণ্টা আগে

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ২০২৬ স ল ড স ম বর ২৮ দ ন

এছাড়াও পড়ুন:

প্রেম-ট্রেমে নেই, সরাসরি বিয়েটাই করব: পারসা ইভানা

ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী পারসা ইভানা। শাস্ত্রীয় নৃত্যের শিল্পী হয়েও নাম লেখান অভিনয়ে। ২০১৫ সাল থেকে টুকটাক অভিনয় শুরু করেন; ২০১৮ সাল থেকে এ মাধ্যমে নিয়মিত হয়ে যান। কাজল আরিফিন অমি নির্মিত বহুল আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। এ নাটকে ইভা চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি কুড়ান পারসা ইভানা। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পারসা ইভানার জন্মদিন।  বিশেষ দিনটি ঢাকায় পরিবারের সঙ্গে কাটছে। একই দিনে তার ভাইয়েরও জন্মদিন। মূলত, টুইন ভাই-বোন তারা। ইভানার বাবা-মা বিদেশে বসবাস করেন; ভাই ও খালা মণির সঙ্গে বাংলাদেশে বসবাস করেন এই অভিনেত্রী।  

আরো পড়ুন:

তটিনী আমার ভালো বন্ধু: ইয়াশ

সাহেবের সঙ্গে বাগদান সারলেন সুস্মিতা?

বিশেষ দিনটি বাড়িতে কাটানোর পরিকল্পনা করেছেন পারসা ইভানা। তার ভাষায়—“দেশে আমি, আমার ভাই আর খালামনি থাকি। জন্মদিন উপলক্ষে আমার ফ্রেন্ড বাসায় আসছে। আমার ভাইয়ের আর আমার একসঙ্গে জন্মদিন, তাই সবাই মিলে আসছে আরকি।” 

কোনো পার্টির আয়োজন করেছেন কি না? এ প্রশ্নের জবাবে ইভানা বলেন, “আমি কখনো বার্থডে পার্টি করি না। আর আজ তো দেশের অবস্থা এমনিতেও ভালো না। ভাবছিলাম, ডিনার করতে যাব। বাট ওটাও আসলে হবে না মনে হয়। আর সবসময় বার্থডে উপলক্ষে ড্রেস বানাই, এবার আমার টেইলার ড্রেসটা নষ্ট করে দিয়েছে। বার্থডে উপলক্ষে যে ড্রেসটা বানাইছে, ওটা আর পরতে পারব না।”  

ব্যক্তিগত জীবন প্রেমের সম্পর্কে ছিলেন পারসা ইভানা। দীর্ঘ ছয় বছর সম্পর্কে থাকার পর তা ভেঙে গেছে। প্রেম-বিয়ে নিয়ে এ অভিনেত্রী বলেন, “আপাতত প্রেম-ট্রেমে নাই। আমি আসলে সরাসরি বিয়েটাই করব, যদি ভালো ছেলে পাই। আর যদি না পাই, তাহলে বিয়েও করব না। জীবনসঙ্গী তো ভালো হতে হবে, অনেস্ট হতে হবে। তাছাড়া বিয়ে করে লাভ আছে?”

ঢাকা/শান্ত

সম্পর্কিত নিবন্ধ

  • ২০২৬ সালে ব্যাংক বন্ধের তালিকা প্রকাশ
  • বগুড়া লেখক চক্রের কবি সম্মেলন ও পুরস্কার ঘোষণা
  • ৮৩ ইনিংস পর বাবরের সেঞ্চুরি, জয়ে সিরিজ নিশ্চিত পাকিস্তানের
  • ডায়াবেটিস দিবসে ধানমন্ডি সোসাইটির আয়োজনে আলোচনা সভা ও মেডিকেল ক্যাম্প
  • ডায়াবেটিস দিবস উপলক্ষে বিনা মূল্যে সেবা মিলবে বারডেমসহ ৩ কেন্দ্রে
  • আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি: জোনায়েদ সাকি
  • স্মৃতির পাতায় ‘প্রীতি–উপহার’
  • আগামীকাল ঢাকায় মাথাল শোভাযাত্রা করবে গণসংহতি আন্দোলন
  • প্রেম-ট্রেমে নেই, সরাসরি বিয়েটাই করব: পারসা ইভানা