‘সুপার’ সাদিয়ার জাদুতে সুপার ওভারে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ
Published: 15th, January 2025 GMT
সবশেষ এশিয়া কাপের ফাইনালে খেলা বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দল রীতিমত উড়ছে। মালয়েশিয়াতে অনুষ্ঠিতব্য নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে নিজেদেরকে দারুণভাবে ঝালিয়ে নিয়েছে ছোট বাঘিনীরা। প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর আজ জয় পেয়েছে আসরের বর্তমান রানার্স-আপ ইংল্যান্ডের বিপক্ষেও।
নারীদের যেকোন পর্যায়ের কিংবা সংস্করণের ক্রিকেটে এটাই ইংলিশদের বিপক্ষে প্রথম জয় বাংলাদেশের।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটা জিততে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের সামনে সমীকরণটা ছিল একদম সহজ। শেষ ওভারে মাত্র ৪ রান করতে হতো। উইকেটে ছিলেন ১৫ বলে ২০ রান করা সাদিয়া আক্তার ও ৪ বলে ৮ রান করা হাবিবা ইসলাম পিংকি। তবে এই সহজ সমীকরণ মেলাতে গিয়েই তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ দল। প্রথম বলেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন সাদিয়া।
আরো পড়ুন:
‘তামিম ভাইয়ের সঙ্গে কথা বললে আমার নিজের আত্মবিশ্বাসটাও বাড়ে’
ছোট সীমানা পেরিয়ে ‘আদর্শ ক্রিকেট’ মাঠে চট্টগ্রামের বিপিএল
পরের চার বল থেকে এসেছে মাত্র ২ রান। জিততে হলে শেষ বলে তাই এক রান করতে হতো বাংলাদেশের মেয়েদের। হাবিবা রান আউট হয়ে যাওয়ায় ১১৪ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা বাংলাদেশ অল আউট হয় ১১৩ রানেই। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে।
বাঁহাতি স্পিনার কোর্টিন কোলম্যানের করা সুপার ওভারে ১১ রান তোলে বাংলাদেশের মেয়েরা। যা আসে মূলত সাদিয়া আক্তারের ৩ বলে অপরাজিত ৮ রানের ইনিংসের সৌজন্যে। ওভারের চতুর্থ বলে ছক্কা মারেন এই ব্যাটার।
সেই ১১ রানের মধ্যে প্রতিপক্ষকে বেঁধে রাখার চ্যালেঞ্জে বাংলাদেশের হয়ে সুপার ওভারটি করেন পেসার হাবিবা আক্তার। টানটান উত্তেজনার সেই ওভারের শেষ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪ রান। প্রিশা তানাওয়ালা ২ রানের বেশি নিতে পারেননি।
অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘ডি’তে। যেখানে তাদের খেলতে হবে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড ও নেপালের বিপক্ষে। মালয়েশিয়াতে ১৬ দলের বিশ্বকাপ শুরু হবে ১৮ জানুয়ারি, ফাইনাল হবে ২ ফেব্রুয়ারি।
ঢাকা/নাভিদ/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মুন্সিগঞ্জ ও পটুয়াখালীতে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ, মশালমিছিল
মুন্সিগঞ্জ–৩ (সদর–গজারিয়া) ও পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মশালমিছিল করেছেন মনোনয়নবঞ্চিত নেতার অনুসারীরা।
আজ মঙ্গলবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন আহমেদের সমর্থকেরা। এতে মুন্সিগঞ্জ ও মিরকাদিম পৌরসভার ১৮টি ওয়ার্ড ও সদর উপজেলার ৯টি ইউনিয়নের হাজারো নেতা–কর্মী অংশ নেন।
অন্যদিকে সন্ধ্যা পৌনে সাতটার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মশালমিছিল শুরু করে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারী নেতা–কর্মীরা।
৪ ডিসেম্বর দ্বিতীয় দফায় রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৩৬টি আসনে বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামানকে মুন্সিগঞ্জ–৩ আসনে মনোনয়ন দেওয়া হয়।
এখানে মনোনয়নপ্রত্যাশী ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন। মনোনয়ন ঘোষণার পর থেকে তাঁর সমর্থকেরা প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধসহ বিক্ষোভ করে আসছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ দুপুরের পর থেকে জেলা বিএনপির কার্যালয়ের সামনের সড়কে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে জড়ো হন মহিউদ্দিন আহমেদের সমর্থকেরা। বেলা সাড়ে তিনটার দিকে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকেল চারটার দিকে নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি শহরের সুপার মার্কেট, জুবলী সড়ক, পুরাতন কাছারি এলাকা ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভকারী নেতা–কর্মীদের অভিযোগ, দীর্ঘ ৪০ বছরের বেশি সময় ধরে জেলায় বিএনপিকে সংগঠিত করে রেখেছে মহিউদ্দিনের পরিবার। মহিউদ্দিন ও তাঁর বড় ভাই আবদুল হাইয়ের নেতৃত্বে আন্দোলন ও সংগ্রাম করেছেন। গত ১৭ বছর তাঁরা দুই ভাই অসংখ্য হামলা–মামলার শিকার হয়েছেন। আবদুল হাই অসুস্থ হওয়ার পর মহিউদ্দিন একাই দলের সব কার্যক্রম চালিয়ে নিয়ে গেছেন। জেল–জুলুমের পরও দল ছাড়েননি। কিন্তু মনোনয়ন পাওয়া কামরুজ্জামানকে দেখা যায়নি। কিন্তু নেতা–কর্মীদের মতামতের মূল্যায়ন না করে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। এখানে প্রার্থী পরিবর্তন করে মহিউদ্দিনকে মনোনয়ন দেওয়ার দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতোয়ার হোসেন, সাহাদাত হোসেন সরকার, কাজী আবু সুফিয়ান, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মতিন, মিরকাদিম পৌর বিএনপির সভাপতি জসিমউদ্দীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাউফলে মশালমিছিলবাউফলে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে একাংশের নেতা–কর্মীদের মশালমিছিল। মঙ্গলবার সন্ধ্যায় বাউফল প্রেসক্লাবের সামনের সড়কে