পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে মোহাম্মদ তুহিন নামের এক পর্যটককে আটকে রেখে মারধরের অভিযোগে যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার পটুয়াখালী জেলা যুবদলের উপদপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই নেতার নাম বেলাল হোসেন। তিনি কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। অন্যদিকে পর্যটক তুহিন রাজধানী ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গত সোমবার মধ্যরাতে কুয়াকাটা পর্যটনকেন্দ্রে ‘ব্লু বার্ড’ নামের একটি আবাসিক হোটেলে পর্যটক তুহিনকে আটকে রেখে মারধর করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করেন বেলাল হোসেন। পরে তুহিনকে হোটেলটির একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে তাঁকে উদ্ধারের অনুরোধ করেন। খবর পেয়ে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তুহিনকে উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বেলালসহ চারজনকে আটক করা হয়। অন্য তিনজন হলেন সাকিব (২৪), রিয়াজ (২৫) ও ইউসুফ হাওলাদার (২৭)।

এ ঘটনায় তুহিন বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেন বলে জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি বলেন, ওই মামলা বেলাল ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বহিষ্কারাদেশের বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম বলেন, ‘যুবদলে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই হবে না। কেউ দলের শৃঙ্খলাবিরোধী কাজ করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যার দৃষ্টান্ত বেলাল হোসেনের বহিষ্কার।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য বদল র

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ