কুয়াকাটায় পর্যটককে আটকে রেখে মারধর ও চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে বহিষ্কার
Published: 8th, May 2025 GMT
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে মোহাম্মদ তুহিন নামের এক পর্যটককে আটকে রেখে মারধরের অভিযোগে যুবদলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার পটুয়াখালী জেলা যুবদলের উপদপ্তর সম্পাদক সৈয়দ ইকবাল হোসেনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই নেতার নাম বেলাল হোসেন। তিনি কুয়াকাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। অন্যদিকে পর্যটক তুহিন রাজধানী ঢাকার ডেমরা এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, গত সোমবার মধ্যরাতে কুয়াকাটা পর্যটনকেন্দ্রে ‘ব্লু বার্ড’ নামের একটি আবাসিক হোটেলে পর্যটক তুহিনকে আটকে রেখে মারধর করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করেন বেলাল হোসেন। পরে তুহিনকে হোটেলটির একটি কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। এ সময় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে তাঁকে উদ্ধারের অনুরোধ করেন। খবর পেয়ে দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তুহিনকে উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বেলালসহ চারজনকে আটক করা হয়। অন্য তিনজন হলেন সাকিব (২৪), রিয়াজ (২৫) ও ইউসুফ হাওলাদার (২৭)।
এ ঘটনায় তুহিন বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেন বলে জানান মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম। তিনি বলেন, ওই মামলা বেলাল ও তাঁর সহযোগীদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বহিষ্কারাদেশের বিষয়ে পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম বলেন, ‘যুবদলে কোনো দুষ্কৃতকারীর ঠাঁই হবে না। কেউ দলের শৃঙ্খলাবিরোধী কাজ করলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। যার দৃষ্টান্ত বেলাল হোসেনের বহিষ্কার।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: য বদল র
এছাড়াও পড়ুন:
বিটিভিতে আবার শোনা যাবে, ‘আমরা নতুন, আমরা কুঁড়ি...’
প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির পর আবারও ফিরছে নতুন কুঁড়ি। গত মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজস্ব পেজে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই খবর শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই স্মৃতিকাতর হয়েছেন—কারও মনে পড়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়ার স্মৃতি, কারও মনে ভেসে উঠেছে শৈশবের প্রিয় অনুষ্ঠানটির দৃশ্য। ফেসবুকে অনেকে ছবিও শেয়ার করেছেন।
১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম প্রচারিত হয় ‘নতুন কুঁড়ি’। অনুষ্ঠানের নাম রাখা হয়েছিল কবি গোলাম মোস্তফার ‘কিশোর’ কবিতা থেকে। যার প্রথম ১৫ লাইন অনুষ্ঠানের সূচনাসংগীত হিসেবে ব্যবহৃত হতো।
স্বাধীনতার পর ১৯৭৬ সালে মোস্তফা মনোয়ারের প্রযোজনায় আবার শুরু হয় ‘নতুন কুঁড়ি’। সে সময় বিটিভির অন্যতম আলোচিত এই অনুষ্ঠান হয়ে ওঠে শিশু-কিশোরদের স্বপ্নের মঞ্চ। নানা প্রান্ত থেকে উঠে আসা তরুণেরা গান, নাচ, অভিনয়, আবৃত্তি, গল্পবলা, কৌতুকসহ বিভিন্ন শাখায় নিজেদের প্রতিভা মেলে ধরার সুযোগ পান। ২০০৫ সাল পর্যন্ত চলে এ অনুষ্ঠান। পরে নানা কারণে অনুষ্ঠানটি বন্ধ করে দেয় বিটিভি। ২০২০ সালে অনুষ্ঠানটি আবার শুরু করার খবর শোনা গিয়েছিল। কিন্তু পরে বলা হয়, কোভিড মহামারির কারণে সেটা আর সম্ভব হয়নি।
তিন দশকে নতুন অনেক তারকার জন্ম দিয়েছে নতুন কুঁড়ি। অনেকে চলচ্চিত্র, টেলিভিশন, নাট্যাঙ্গন ও সংগীতজগতে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন। তাঁদের মধ্যে আছেন তারানা হালিম, রুমানা রশিদ ঈশিতা, তারিন জাহান, মেহের আফরোজ শাওন, নুসরাত ইমরোজ তিশাসহ আরও অনেকে। এ তালিকায় আছেন সামিনা চৌধুরীসহ অনেক জনপ্রিয় সংগীতশিল্পীও।