লাখাইয়ে জলমহালকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
Published: 8th, December 2025 GMT
হবিগঞ্জের লাখাই উপজেলায় জলমহালকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টাউনশিপ এলাকার সড়কে দফায় দফায় সংঘর্ষ চলে।
এলাকাবাসী জানান, ধলেশ্বরী নদীর তীরে ‘খাঞ্জা বিল’ জলমহালকে কেন্দ্র করে লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রূপম ও স্থানীয় হারিছ মিয়ার দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। চলতি অর্থবছরে বিলটির লিজ রূপম পাওয়ায় হারিছ পক্ষ উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ নেয়, ফলে পরিস্থিতি আরো চরমে ওঠে।
আরো পড়ুন:
ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় জামিন পেলেন জামায়াত প্রার্থী তালেব
হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত লাখাইয়ের টাউনশিপ এলাকায় দুই পক্ষ সড়ক দখলে নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র বিশ্বাস বলেন, “খাঞ্জা বিল নিয়ে বিরোধ দীর্ঘদিনের। নতুন করে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে যায় পুলিশ। এসময় এক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/মামুন/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঘর ষ আহত স ঘর ষ
এছাড়াও পড়ুন:
লাখাইয়ে জলমহালকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ২০
হবিগঞ্জের লাখাই উপজেলায় জলমহালকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টাউনশিপ এলাকার সড়কে দফায় দফায় সংঘর্ষ চলে।
এলাকাবাসী জানান, ধলেশ্বরী নদীর তীরে ‘খাঞ্জা বিল’ জলমহালকে কেন্দ্র করে লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রূপম ও স্থানীয় হারিছ মিয়ার দীর্ঘদিনের দ্বন্দ্ব নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। চলতি অর্থবছরে বিলটির লিজ রূপম পাওয়ায় হারিছ পক্ষ উচ্চ আদালতে রিট করে স্থগিতাদেশ নেয়, ফলে পরিস্থিতি আরো চরমে ওঠে।
আরো পড়ুন:
ঈশ্বরদীতে সংঘর্ষের ঘটনায় জামিন পেলেন জামায়াত প্রার্থী তালেব
হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত লাখাইয়ের টাউনশিপ এলাকায় দুই পক্ষ সড়ক দখলে নিয়ে সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এক পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লাখাই থানার পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র বিশ্বাস বলেন, “খাঞ্জা বিল নিয়ে বিরোধ দীর্ঘদিনের। নতুন করে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে যায় পুলিশ। এসময় এক পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/মামুন/মাসুদ