চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ও জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থী ও তাঁর বড় ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর উপাদী গ্রামে ওই দুজনকে ছুরিকাঘাত করা হয়।

আহত এসএসসি পরীক্ষার্থীর নাম সাব্বির হোসেন (১৮) ও তাঁর বড় ভাই সাদ্দাম হোসেন (২৪)। সাব্বির হোসেনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে এবং সাদ্দাম হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

আহত দুজন উত্তর উপাদী গ্রামের শহীদ তালুকদারের ছেলে। সাব্বির এ বছর মতলব জেবি সরকারি পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, আহত দুজনের পরিবারের সঙ্গে একই গ্রামের কাজল ফকির ও তাঁর ছেলে বাদশা ফকিরের দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। অভিযুক্ত দুই ব্যক্তি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গতকাল রাত ১০টার দিকে সাব্বিরের বাড়ির সামনে রাস্তায় মাদক বিক্রি করছিলেন বাদশা ফকির। এ সময় সাব্বির ও সাদ্দাম বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাদশা ফকির সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে সাব্বির ও সাদ্দামকে পেট ও পিঠে ছুরিকাঘাত করেন। তাঁদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে বাদশা ফকির পালিয়ে যান। পরে স্বজনেরা দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শহীদ তালুকদার অভিযোগ করেন, মূলত মাদক ব্যবসায় বাধা দেওয়ার কারণে তাঁর দুই ছেলেকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করেন বাদশা ফকির। এ ঘটনায় আজ সকালে কাজল ফকির ও বাদশা ফকিরকে আসামি করে থানায় হত্যাচেষ্টার মামলা করেন।
এ ব্যাপারে জানতে কাজল ফকির ও তাঁর ছেলে বাদশা ফকিরের মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা ফোন ধরেননি। স্থানীয় লোকজন বলেন, ঘটনার পর থেকে তাঁরা গা-ঢাকা দিয়েছেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহাম্মদ বলেন, এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রংপুরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর

রংপুরে বাসের চাপায় এসএসসি পরীক্ষার্থীসহ একই পরিবারের তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কাউনিয়া উপজেলার মহেশা গ্রামের জুম্মারপার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহেশা গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের স্ত্রী রুবিনা বেগম (৩২), তাদের ছেলে রহমত আলী (২) ও ভাতিজি এসএসসি পরীক্ষার্থী আফছানা বেগম স্নেহা (১৬)।

নিহতের স্বজনরা ও পুলিশ জানায়, সকালে আশরাফুল তার স্ত্রী, ছেলে ও ভাতিজিকে নিয়ে মোটরসাইকেলে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। তারা জুম্মারপার নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রুবিনা বেগম, তার ছেলে রহমত আলী ও ভাতিজি স্নেহা মারা যান।

তিনজন নিহতের বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ।

সম্পর্কিত নিবন্ধ

  • কাউনিয়ায় শিক্ষার্থী-এলাকাবাসীর সড়ক অবরোধ 
  • সরকারি প্রতিষ্ঠানে ৬৪ পদে নিয়োগ, আবেদন করুন দ্রুত
  • এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রে এক ক্রমিক দুইবার, নেই ২৬ নম্বর
  • এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ ও হত্যাচেষ্টা, মা-ছেলে গ্রেপ্তার 
  • নিহত এসএসসি পরীক্ষার্থীর মায়ের আহাজারি, ‘মোটরসাইকেলে কেন গেলু, মা’
  • এসএসসি পরীক্ষায় পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ অনুসন্ধানের উদ্যোগ ঢাকা বোর্ডের
  • এসএসসি পরীক্ষা দেওয়া হলো না আফসানার, মিনিবাসের চাপায় একই পরিবারের তিনজন নিহত
  • কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ৩
  • রংপুরে বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেলের ৩ আরোহীর