ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, দীর্ঘ আন্দোলনের মাধ্যমে সৈরাচার হাসিনার পতনের পর ভেবেছিলাম দেশে গণতন্ত্র ফিরে আসবে। কিন্তু এখন তা উল্টো দেখছি। বর্তমান সরকারের উপর আওয়ামী লীগের পেতাত্না ভর করেছে।

আমরা সবাই মিলে জুলাই আন্দোলনে যুদ্ধ করেছি। সেই যুদ্ধে আমাদের অনেকে প্রান হারিয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমরা সবাই একজোট ছিলাম। বর্তমান সরকারের কর্মকান্ডে আমাদের সরে আসতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে আমাদেরকে আবারও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। 

রোববার (১ জুন) বিকেলে ফতুল্লার লালখাঁ এলাকায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বাষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

এদিকে ফতুল্লা থানা বিএনপির কোষাধ্যক্ষ তৈয়বুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাৎ বাষিকী পালনে ১০১ ডেক খিচুরী রান্না মানুষের মাঝে বিতরণ করে ইতিহাস সৃষ্টি করেছেন। তৈয়বুর রহমানের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ফতুল্লার লালখাঁ, রামারবাগ, কাঠেরপুল এলাকা সহ কয়েকটি এলাকা রান্না করা ১০১ ডেক খিচুরী শান্তিপূর্ণ ভাবে বিতরণ করা হয়েছে। 

শহিদুল ইসলাম টিটু আরো বলেন, দেশের মাটিতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। নির্বাচন নিয়ে তালবাহানা করছে। তাই সৈরাচার হাসিনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি আগামীতেও আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সাধারণ জনগনকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। যেকোন সময় আমাদের নেতা তারেক রহমান চুড়ান্ত আন্দোলনের জন্য ঘোষণা দিতে পারেন। সেই আন্দোলন হবে আমাদের চুড়ান্ত আন্দোলন।

গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে অবাধ সুষ্ঠু একটি নির্বাচন উপহার দিবে। বর্তমান সরকারকে বলতে চাই আমাদেরকে জনগন ভোট দিয়ে ক্ষমতায় বসায় নাই। আপনাদেরকে বসানো হয়েছে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়ার জন্য। দীর্ঘ ১৫ টি বছর এ দেশের জনগন ভোট দেয়া থেকে বঞ্চিত রয়েছে। 

টিটু আরো বলেন, শহিদ জিয়াউর রহমান এই দেশে বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে গড়ে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর দেশ বিদেশি ষড়যন্ত্রের কারণে তাকে জীবন দিতে হয়েছে। জিয়াউর রহমান বেচে থাকলে আমাদের দেশ জাপান রাষ্ট্রের চেয়ে বেশি উন্নত হতো। আমাদের কাউকে টাকা খরচ করে চাকরির জন্য বিদেশে যেতে হতো না। 

অনুষ্ঠানে উপস্থিত ফতুল্লার কুুতবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ বিভিন্ন এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ র রহম ন র ব এনপ র আম দ র র জন য সরক র

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘‘জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুর সমাধান আলোচনার টেবিলেই সম্ভব।’’

তিনি মনে করেন, আলোচনার মাধ্যমেই সমাধান এলে যেকোনো অসাংবিধানিক প্রক্রিয়া ঠেকানো যাবে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘‘আগামী নির্বাচনকে যদি অনিশ্চিত করা হয় বা বিলম্বিত করা হয়, তাহলে তার সুযোগ নেবে ফ্যাসিবাদী বা অসাংবিধানিক শক্তি। এর পরিণতি জাতি অতীতে বহুবার ভোগ করেছে। আমরা আবার সে পরিস্থিতি চাই না।’’

অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে পৃথক এক প্রশ্নে তিনি বলেন, ‘‘সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতেই সাংবিধানিকভাবে এই সরকার গঠিত হয়েছে। রাষ্ট্রপতির রেফারেন্সে দেওয়া সেই মতামত এখনো বহাল আছে। এর বিপরীতে সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত দেয়নি। তাই এ বিষয়ে প্রশ্ন তোলা আসলে রাজনৈতিক বক্তব্য, এর কোনো আইনি ভিত্তি নেই।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘যেকোনো সাংবিধানিক আদেশ জারি হলে তা আগামীকাল বা পরশু চ্যালেঞ্জ হতে পারে। আমরা এমন খারাপ নজির জাতির সামনে আনতে চাই না। তাই সমাধানের বিকল্প প্রস্তাব উত্থাপন করেছি। সবাইকে বিবেচনায় নিতে আহ্বান জানাচ্ছি।’’

পিআর পদ্ধতি প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘‘রাজনৈতিক দলের আন্দোলনের অধিকার আছে। তবে পিআর পদ্ধতি চাপিয়ে দেওয়ার বিষয় নয়, শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেবে।’’

তিনি সতর্ক করে বলেন, ‘‘পিআর পদ্ধতিতে ঝুলন্ত পার্লামেন্টের ঝুঁকি থেকে যায়। তাতে রাষ্ট্র ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ সম্ভব হয় না। আমরা অনিশ্চিত ভবিষ্যতের দিকে যেতে পারি না।’’

সালাহউদ্দিন আহমদ আরো বলেন, ‘‘জনগণই হলো সর্বোচ্চ কর্তৃপক্ষ। এই দেশের জনগণ মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং বারবার গণতন্ত্রকে সংকট থেকে উদ্ধার করেছে।’’

আগামী সংসদে কিছু মৌলিক বিষয়ে সংশোধনের পরিকল্পনার কথা উল্লেখ করেন তিনি বলেন, ‘‘আমরা কিছু বিষয়ে ইতোমধ্যে একমত হয়েছি। তবে, ঐকমত্য কমিশনের সনদের ভেতরে যেসব পরিবর্তন হবে, সেগুলোতে অবশ্যই গণভোট নিতে হবে।’’

ঢাকা/আসাদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • ‘ভোটারদের আস্থা নিশ্চিত করা বিএনপির দায়িত্ব’
  • জুলাই সনদ বাস্তবায়ন ইস্যু সমাধান আলোচনার টেবিলেই সম্ভব: সালাহউদ্দ
  • আমেরিকানদের হাতে সময় আছে মাত্র ৪০০ দিন
  • হুংকার দিয়ে জাতীয় নির্বাচন ঠেকান যাবে না: জাহিদ হোসেন
  • বাংলাদেশ পরিবর্তনের মধ্যে রয়েছে: আইরিন খান
  • কেমন সংবিধান চান, জানালেন এনসিপি নেতা আখতার হোসেন
  • বাংলাদেশে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় ইইউ