চলনবিলে আগাম বন্যা, বিপাকে নাটোরের কৃষকরা
Published: 14th, June 2025 GMT
নাটোরের চলনবিল অধ্যুষিত গুরুদাসপুর, সিংড়া ও তাড়াশ উপজেলার বিস্তীর্ণ এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে সময়ের আগেই বন্যার পানিতে ডুবে যাচ্ছে পাকা বোরো ধান। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। শ্রমিক সংকট ও ধান সংরক্ষণের সমস্যা যেন কৃষকের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।
চলনবিল এলাকায় পানির উচ্চতা ক্রমাগত বাড়ছে। বিশেষ করে যারা সরিষা তোলার পর ‘নামলা’ জাতের বোরো ধান রোপণ করেছিলেন তারা বিপাকে পড়েছেন। বিস্তীর্ণ এলাকার জমির ধান ইতোমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। কেউ কেউ কষ্ট করে ধান কাটলেও শ্রমিক সংকট ও পরিবহন সমস্যার কারণে তা ঘরে তুলতে পারছেন না।
স্থানীয় কৃষক ফিরোজ সরদার বলেন, “সরিষা তোলার পর চলতি বছর ১০ বিঘা জমিতে বোরো ধান রোপণ করেছিলাম। আবাদ ভালো হয়েছিল, ফলনও ভালো হতো- যদি এই আগাম বন্যার পানি না আসতো। এখন ধান পেকে গেছে কিন্তু সময়মতো ঘরে তুলতে না পারলে সব পানির নিচে চলে যাবে। শ্রমিক পাচ্ছি না, আর যারা আছে তারা অতিরিক্ত মজুরি চাচ্ছে। অর্ধেক ধান দিয়েও ফসল ঘরে তুলতে পারছি না।”
এ বিষয়ে গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশিদ বলেন, “চলনবিল এলাকায় প্রায় ৩০ ভাগ জমিতে সরিষা তোলার পর নামলা জাতের বোরো ধান রোপণ করা হয়। এটি একটি লাভজনক পদ্ধতি হলেও ঝুঁকিও রয়েছে। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ধান ঘরে তুলতে না পারলে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন।”
তিনি আরও বলেন, “বর্তমানে দ্রুত শ্রমিক সরবরাহ এবং কৃষকদের জন্য জরুরি সহায়তা প্রয়োজন। দেরি হলে ক্ষতির মাত্রা আরও বাড়বে।”
স্থানীয় হাটবাজার ঘুরে দেখা যায়, সাধারণত ধান কাটার মৌসুমে যারা দিনমজুর হিসেবে মাঠে কাজ করতেন, তারা অনেকেই এখন অন্য পেশায় যুক্ত হয়ে পড়েছেন। ফলে শ্রমিক সংকট দেখা দিয়েছে। যারা এখনো ধান কাটার কাজে যুক্ত, তারা অতিরিক্ত মজুরি চাচ্ছেন। কৃষকদের পক্ষে তা বহন করা কঠিন হয়ে পড়েছে।
গুরুদাসপুরের বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজের শিক্ষক ও কৃষিবিদ জহুরুল হক সরকার বলেন, “সরিষার পর নামলা জাতের বোরো ধান চাষ একটি উৎকৃষ্ট কৃষি কৌশল হলেও সামান্য দুর্যোগে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। সুনির্দিষ্ট আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চাষ না করলে কৃষকদের এই ধরনের ঝুঁকি নিতে হয়।”
তিনি আরো বলেন, “এছাড়াও স্থানীয়ভাবে ধান পরিবহণ ও সংরক্ষণের আধুনিক ব্যবস্থা না থাকায় অনেক কৃষক বাধ্য হয়ে নৌকায় করে ধান ঘরে তুলছেন- যা অত্যন্ত সময় সাপেক্ষ ও শ্রমসাধ্য। অনেক ক্ষেত্রে ধান পানিতে ভিজে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।”
এই সংকট থেকে উত্তরণে স্থানীয় কৃষক ও সচেতন মহল সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন। তারা বলছেন, শ্রমিক সংকট মোকাবিলায় অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা, যন্ত্রচালিত ধান কাটার সরঞ্জাম বিতরণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বিশেষ আর্থিক প্রণোদনা জরুরি ভিত্তিতে নিশ্চিত করতে হবে। না হলে চলনবিল এলাকার কৃষকদের এ মৌসুমের ঘামঝরা পরিশ্রম একেবারে ভেসে যাবে পানির স্রোতে।
ঢাকা/আরিফুল/এস
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক ষকদ র চলনব ল
এছাড়াও পড়ুন:
বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে প্রেম করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। যদিও তারা এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কয়েক দিন আগে জানা যায়, দীর্ঘ দিনের কথিত প্রেমিক রচিতের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন হুমা কুরেশি।
বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, এক বছরের বেশি সময় লিভ-ইন সম্পর্কে থাকার পর বাগদান সম্পন্ন করেছেন তারা। যদিও এই খবরের কোনো প্রতিক্রিয়া জানাননি হুমা।
আরো পড়ুন:
আমার স্বামীর উপরে কু-নজর পড়েছে: অঙ্কিতা
‘উদয়ের সঙ্গে ব্রেকআপের পর অনেক কষ্ট পেয়েছিলাম’
বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে একটি রহস্যময় বার্তা শেয়ার করেছেন এই অভিনেত্রী। হুমা তার ইনস্টাগ্রাম স্টোরিতে রামেন বাউলের ছবি শেয়ার করে লেখেন, “প্রত্যেকেরই শান্ত হওয়া প্রয়োজন… আর শান্তভাবে কাজ করা উচিত।” পাশাপাশি জানান, তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন।
এর আগে হুমা-রচিতের ঘনিষ্ঠজন হিন্দুস্তান টাইমসকে বলেন, “হুমা তার দীর্ঘ দিনের প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন।”
হুমা ও রচিতের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়, তাদের ঘনিষ্ঠ বন্ধু, গায়িকা আকাসা সিংয়ের শেয়ার করা একটি ছবিকে কেন্দ্র করে। এ ছবির ক্যাপশনে আকাসা লেখেন, “এক টুকরো এই স্বর্গের জন্য তোমাদের অভিনন্দন। দারুণ একটি রাত কেটেছে।”
এ ঘটনার কিছুদিন পর, হুমা ও রচিতকে একসঙ্গে দেখা যায় সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের বিয়েতে, দুজনেই সেদিন পরেছিলেন গোলাপী রঙের পোশাক। তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো এবং ভক্তরা দ্রুত অনলাইনে খোঁজখবর নেওয়া শুরু করেন এই রহস্যময় ব্যক্তিটিকে (রচিত) নিয়ে।
সম্প্রতি, রচিতের ঘনিষ্ঠ একজনের জন্মদিন উদযাপনের সময় আবারো তাদের একসঙ্গে দেখা যায়, যা তাদের বাগদান নিয়ে জল্পনা আরো বাড়িয়ে তোলে। তবে বাগদান নিয়ে নানা চর্চা চললেও সরাসরি একটি কথাও বলেননি হুমা কিংবা রচিত।
রচিত সিংহ একজন নামকরা অভিনয় প্রশিক্ষক। রচিত সিং ওয়ার্কশপ নামে তার নিজস্ব প্রতিষ্ঠান রয়েছে। এই ওয়ার্কশপের মাধ্যমে ১০০টিরও বেশি কর্মশালা পরিচালনা করেছেন রচিত। তার কর্মশালায় অংশ নিয়েছেন—গুলশন দেবাইয়া, ইমাদ শাহ, কুণাল কাপুর, পূজা হেগডে, হর্ষবর্ধন রানে, অমৃতা সুবাস, সহানা গোস্বামী, অহনা কুমারা, রণবীর সিং, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুশকা শর্মা, অনীত পড্ডা, শানায়া কাপুরের মতো অভিনয়শিল্পীরা।
এর আগে পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। দীর্ঘ ৩ বছর সম্পর্কে ছিলেন তারা। ২০২২ সালের শেষের দিকে জানা যায়, ভেঙে গেছে এই সম্পর্ক।
ঢাকা/শান্ত