ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজির সময় হাতেনাতে আটক
Published: 23rd, July 2025 GMT
ফতুল্লায় চাঁদাবাজির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফতুল্লার তক্কার মাঠ থেকে ইসমাইল হোসেন ওরফে কাজল নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
অভিযান পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও ফতুল্লা মডেল থানা পুলিশের একটি যৌথ দল।
স্থানীয়দের অভিযোগ, তক্কার মাঠ মেলায় প্রতিদিন হকারদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা করে চাঁদা আদায় করতেন কাজল।
ওই অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে এবং চাঁদা সংগ্রহের সময় তার কাছ থেকে নগদ ৬ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।