মঙ্গলবার সংসদের দক্ষিণ প্লাজায় উপস্থাপিত হবে জুলাই ঘোষণাপত্র
Published: 4th, August 2025 GMT
উপস্থাপিত হতে যাচ্ছে জুলাই ঘোষণাপত্র। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এক সুধী সমাবেশে গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে।
সোমবার (৪ আগস্ট) এক তথ্য বিবরণীতে এ খবর জানানো হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে, গত শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় জানানো হয়, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে।
সূত্র: বাসস
ঢাকা/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
গাজীপুরের আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম ঢাকায় গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস এম আশরাফুল আলমকে (৬০) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার বিকেলে ঢাকার ফার্মগেট-সংলগ্ন ইন্দিরা রোডে অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তিনি গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক।
রাতে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা তিনটায় তেজগাঁও থানা-পুলিশ ইন্দিরা রোডে অভিযান চালিয়ে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। তাঁর নামে রাজধানীর তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।
এ ছাড়া আশরাফুলের বিরুদ্ধে গাজীপুরের গাছা ও জয়দেবপুর থানায় দুটি পৃথক মামলা রয়েছে।