রূপগঞ্জে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে এএসবি আরএম নামে এক ষ্টীল মিল কারখানার শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও বিদুৎতের খুটি ফেলে  অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার সকালে উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের  বরপা  এলাকায় কারখানার সামনে এ বিক্ষোভ করেন।

এ সময় প্রায় ১ ঘন্টা  ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয়  সূত্রে জানা যায়, এএসবিআরএম স্টীল মিল কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও বেতন দেই দিচ্ছি বলে নানা টালবাহানা শুরু করেন।

মঙ্গলবার  শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেননি।

এ কারণে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন।পরে কারখানার মালিক আবুল কালাম বকেয়া  বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।

কারখানার মালিক আবুল কালাম  বলেন, শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে তাদের দাবিদাওয়া পরিশোধ করে দেবো। শ্রমিকরা কাজে যোগদান করেছেন। 

রুপগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ অবর ধ

এছাড়াও পড়ুন:

নিবন্ধন ও প্রতীক পাওয়ায় মিরপুরে এনসিপির আনন্দ মিছিল

নির্বাচন কমিশন থেকে দলের নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় রাজধানীতে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (৭ নভেম্বর) বিকালে ঢাকা মহানগর উত্তরের আয়োজনে রাজধানীর মিরপুর-১ নম্বর সনি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে জার্মান-বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে দিয়ে মিরপুর-১ নম্বর বাসস্ট্যান্ড ঘুরে সরকারি বাংলা কলেজের সামনে এসে শেষ হয়।

আরো পড়ুন:

যারা সংস্কারের বিপক্ষে, তাদের সঙ্গে এনসিপির জোট হবে না: হাসনাত

যারা বিএনপির মনোনয়ন পাননি তাদের এনসিপিতে স্বাগতম: হাসনাত 

আনন্দ মিছিলে নেতাকর্মীদের ‘শাপলা, শাপলা’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’, ‘এনসিপির মার্কা; শাপলা, শাপলা’ স্লোগান দিতে শোনা যায়।

এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মনসুর বলেন, “আমাদের দল নির্বাচন কমিশন থেকে নিবন্ধন ও শাপলা কলি প্রতীক পেয়েছে। সেই খুশিতে ঢাকা মহানগর উত্তর জোনের আয়োজনে আজকের এই আনন্দ মিছিল।”

তিনি আরো বলেন, “ঢাকার বিভিন্ন আসনে শিগগিরই আমাদের প্রার্থি ঘোষণা করা হবে। এর মাধ্যমে এনসিপির মার্কা ও প্রার্থীরা এলাকার জনগণের মধ্যে পরিচিতি পাবেন।”

ঢাকা/রাসেল/রায়হান

সম্পর্কিত নিবন্ধ