টাঙ্গাইলে বিএনপির আনন্দ মিছিলে আ.লীগ নেতার স্লোগান
Published: 4th, November 2025 GMT
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানীতে স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি নজরুল ইসলাম মাস্টারের বিএনপির আনন্দ মিছিলে অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাতে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আহমেদ আযম খানকে বিএনপির মনোনয়ন দেওয়ায় উপজেলার সুন্যা ৯নং ওয়ার্ডে বিএনপি নেতা রুকনুজ্জামান ও আব্দুল করিমের নেতৃত্বে আনন্দ মিছিলে নজরুল ইসলাম স্লোগান দিয়ে অংশ নেন। আওয়ামী লীগ নেতার বিএনপির মিছিলে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় সমালোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।
আরো পড়ুন:
টাঙ্গাইলে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ
নজরুল ইসলাম আওয়ামী লীগের কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ৫ আগস্টের পর কিছু দিন গা-ঢাকা দেন। পরে তিনি ধীরে ধীরে স্বাভাবিকভাবে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছেন।
নজরুল ইসলাম বলেন, ‘‘বিএনপি নেতা রুকনুজ্জামানের অনুরোধে মিছিলে গিয়েছিলাম।’’ মিছিলে স্লোগান দেওয়ার কথা তিনি স্বীকার করেন।
স্থানীয়রা জানান, সোমবার ( ৩ নভেম্বর) টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়। পরে রাতে উপজেলার কাউলজানী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুন্যা মধ্যপাড়া ও পূর্বপাড়া এলাকায় ইউনিয়ন বিএনপির সদস্য ও সুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুকনুজ্জামান এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল করিমের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে নজরুল ইসলামকে বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্থানীয়রা মিছিলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়।
কাউলজানী ইউনিয়ন বিএনপির সদস্য রুকনুজ্জামান বলেন, ‘‘তাকে মিছিলে আসার জন্য বলা হয়নি। তিনি হঠাৎ করে মিছিলে অংশ নেন। নজরুল ইসলাম বিএনপির কেউ নন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।’’
ঢাকা/কাওছার/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ নজর ল ইসল ম আনন দ ম ছ ল ব এনপ র আওয় ম
এছাড়াও পড়ুন:
ফটিকছড়িতে বিএনপির মনোনয়নবঞ্চিত প্রার্থীর সমর্থকদের সড়ক অবরোধ
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন না দেওয়ায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকেরা। আজ শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে তাঁরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। পুলিশের আশ্বাসে রাত আটটার দিকে তাঁরা অবরোধ তুলে নেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ফটিকছড়ি সদরের বিবিরহাটে এক ঘণ্টা সড়ক অবরোধের পর নাজিরহাট ও হেঁয়াকোতে তিন দফায় বিক্ষোভ করেন কর্মী-সমর্থকেরা। তাঁরা অবিলম্বে সরোয়ার আলমগীরকে প্রত্যাহার ও আজিম উল্লাহ বাহারকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
এদিকে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ রাতে প্রথম আলোকে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ করেন আজিম উল্লাহ বাহারের সমর্থকেরা। সমাবেশ শেষে মনোনয়নবঞ্চিত হওয়ায় তাঁর কর্মীরা সড়ক অবরোধ করেন। তিন শতাধিক কর্মী দুই স্থানে সড়কে বসে ছিলেন এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে আমরা গিয়ে সবাইকে বোঝালে অবরোধ তুলে নেন।’
উল্লেখ্য, চট্টগ্রামের ফটিকছড়িসহ ১৬ আসনের মধ্যে ১০টিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। ফটিকছড়ি আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরকে দলের প্রার্থী ঘোষণা করা হয়। এই আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহারসহ পাঁচজন।