টাঙ্গাইলে বিএনপির আনন্দ মিছিলে আ.লীগ নেতার স্লোগান
Published: 4th, November 2025 GMT
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানীতে স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সভাপতি নজরুল ইসলাম মাস্টারের বিএনপির আনন্দ মিছিলে অংশ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাতে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আহমেদ আযম খানকে বিএনপির মনোনয়ন দেওয়ায় উপজেলার সুন্যা ৯নং ওয়ার্ডে বিএনপি নেতা রুকনুজ্জামান ও আব্দুল করিমের নেতৃত্বে আনন্দ মিছিলে নজরুল ইসলাম স্লোগান দিয়ে অংশ নেন। আওয়ামী লীগ নেতার বিএনপির মিছিলে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়ায় সমালোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।
আরো পড়ুন:
টাঙ্গাইলে মনোনয়ন না দেওয়ায় সড়ক অবরোধ
সাতক্ষীরা-৩ আসনে মনোনয়নবঞ্চিত বিএনপি নেতার সমর্থকদের বিক্ষোভ
নজরুল ইসলাম আওয়ামী লীগের কাউলজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ৫ আগস্টের পর কিছু দিন গা-ঢাকা দেন। পরে তিনি ধীরে ধীরে স্বাভাবিকভাবে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করে আসছেন।
নজরুল ইসলাম বলেন, ‘‘বিএনপি নেতা রুকনুজ্জামানের অনুরোধে মিছিলে গিয়েছিলাম।’’ মিছিলে স্লোগান দেওয়ার কথা তিনি স্বীকার করেন।
স্থানীয়রা জানান, সোমবার ( ৩ নভেম্বর) টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নাম ঘোষণা করা হয়। পরে রাতে উপজেলার কাউলজানী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুন্যা মধ্যপাড়া ও পূর্বপাড়া এলাকায় ইউনিয়ন বিএনপির সদস্য ও সুন্যা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রুকনুজ্জামান এবং ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল করিমের নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়। মিছিলে নজরুল ইসলামকে বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। স্থানীয়রা মিছিলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। মুহূর্তে ভিডিওটি ভাইরাল হয়।
কাউলজানী ইউনিয়ন বিএনপির সদস্য রুকনুজ্জামান বলেন, ‘‘তাকে মিছিলে আসার জন্য বলা হয়নি। তিনি হঠাৎ করে মিছিলে অংশ নেন। নজরুল ইসলাম বিএনপির কেউ নন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।’’
ঢাকা/কাওছার/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ নজর ল ইসল ম আনন দ ম ছ ল ব এনপ র আওয় ম
এছাড়াও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন
যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। আজ মঙ্গলবার তাঁর পরিবারের বরাতে মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ডিক চেনি ছিলেন ৪৬তম মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত দুই মেয়াদে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে দায়িত্ব পালন করেন। মার্কিন মিডিয়া কর্তৃক উদ্ধৃত তাঁর পরিবারের বিবৃতি অনুসারে, সাবেক এই কংগ্রেস সদস্য ‘নিউমোনিয়া এবং হৃদ্যন্ত্র ও রক্তনালির জটিলতার কারণে মারা গেছেন।’ দায়িত্ব পালনের কয়েক দশকেই ওয়াশিংটনের প্রভাবশালী, বিতর্কিত এবং ক্ষমতাবান ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পান। যুক্তরাষ্ট্রের ইরাক ও আফগানিস্তানের চালানো সামরিক অভিযান চেনিরই মস্তিষ্কপ্রসূত বলে ধারণা করা হয়।
ইরাক যুদ্ধ সম্পর্কে তিনি ২০১৫ সালে সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে ডিক চেনি বলেন, ‘সেই সময় এটি সঠিক পদক্ষেপ ছিল। আমি তখনো তা বিশ্বাস করতাম এবং এখনো করি।’ ডিক চেনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন করেন।