জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ।

সোমবার (৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও গণতান্ত্রিক চেতনা তুলে ধরার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যৌথভাবে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫’ এর আয়োজন করে। এতে সারা দেশ থেকে শত শত শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। 

আরো পড়ুন:

ঢাবিতে জুলাই গণ-অভ্যুত্থানের নিয়ে রচনা লিখে পুরস্কার পেলেন ৬ শিক্ষার্থী

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

রবিবার (৩ আগস্ট) জাতীয় মূল্যায়ন কমিটির অনুমোদনের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। এতে কলেজ পর্যায়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ প্রথমস্থান অর্জন করেছে।

প্রতিযোগিতায় দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করায় বড়লেখা সরকারি কলেজকে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

কলেজের এ সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানতে বড়লেখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ তোফায়েল আহাম্মদের মোবাইলে যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কলেজের সাবেক অধ্যক্ষ মো.

নিয়াজ উদ্দীন বলেন, “আমার সর্বশেষ কর্মস্থলের তিনজন শিক্ষার্থী জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজ ও  বড়লেখাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তাদের জন্য আমরা গর্বিত।”

ঢাকা/আজিজ/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বড়ল খ সরক র

এছাড়াও পড়ুন:

পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদকস্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। এমন পরিস্থিতিতে বিভ্রান্তিকর গুজবের পরিবর্তে সঠিক সংবাদ প্রচারে দেশীয় গণমাধ্যমের ভূমিকার ওপর জোর দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় উপদেষ্টা এ কথা বলেন।

৮ সেপ্টেম্বর সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ক সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, “পূজা উপলক্ষে আশপাশে যে মেলা বসে সেখানে মদ ও গাঁজার আসর বসে। এবার এসব মেলা হবে না। গাঁজা ও মদের আসর বসানো যাবে না।” তার এই মন্তব্যের বিরোধিতা করে বৃহস্পতিবার কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন চত্ত্বরে বিক্ষোভ করেছে ‘বাংলাদেশ (অভিবাসী) কমিউনিটি ইন ইন্ডিয়া’ নামের একটি সংগঠন। তাদের ভাষ্য, স্বরাষ্ট্র উপদেষ্টার মন্তব্য কোনো ব্যক্তিগত মন্তব্য নয়, বরং ড. ইউনূস ও তার উপদেষ্টাদের সুপরিকল্পিত নীতি, যার লক্ষ্য বাংলাদেশ থেকে সনাতনীদের ধাপে ধাপে বিতাড়ন।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সারাদেশে ৩৩ হাজারেরও বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ সময় গুজব ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে। এসব বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। গুজব মোকাবিলায় গণমাধ্যমকেই সত্য সংবাদ পরিবেশন করতে হবে।”

অবসরপ্রাপ্ত সেনা, র‍্যাব এবং পুলিশ কর্মকর্তাদের নিয়োগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, অবসরপ্রাপ্ত সেনা, র‍্যাব এবং পুলিশ কর্মকর্তাদের রাষ্ট্রের প্রয়োজনে  নিয়োগ দেওয়া হচ্ছে এবং এতে কোনো সমস্যা নেই। নিয়ম মেনেই এ পদায়নগুলো হচ্ছে।

 

ঢাকা/এমআর/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • ‘পিআর পদ্ধতি ছাড়া নির্বাচনের চেষ্টা হলে আরেকটি গণঅভ্যুত্থান হবে’
  • পার্শ্ববর্তী দেশ থেকে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • কলকাতায় পোড়ানো হলো ড. ইউনূসের কুশপুতুল 
  • ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস
  • দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: আইজিপি
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিঙ্গাইরের ৭৭ মণ্ডপে অনুদান বিতরণ
  • শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার
  • বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে