নেপালে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ, নেতা-মন্ত্রীদের বাড়িতে হামলা-আগুন
Published: 9th, September 2025 GMT
নেপালে চলমান জেন জি আন্দোলন দিন দিন আরো উত্তপ্ত হয়ে উঠছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাদের বাড়িঘরে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মন্ত্রীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং বিরোধীদলীয় শীর্ষ নেতাদের বাড়িতেও হামলা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেন জি আন্দোলনের বিক্ষোভকারীরা কাঠমান্ডু উপত্যকা এবং আশপাশের জেলায় রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা চালায়। তারা পাথর নিক্ষেপ করে, কিছু স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। আন্দোলনের মূল কারণ হলো সরকারের দমননীতি, স্বচ্ছতার অভাব এবং বিক্ষোভে তরুণদের মৃত্যুর প্রতিক্রিয়া। এর জেরেই বিক্ষোভকারীরা নেতাদের বাড়িঘরকে টার্গেট করছে।
বিস্তারিত আসছে.                
      
				
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
রূপগঞ্জে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে এএসবি আরএম নামে এক ষ্টীল মিল কারখানার শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও বিদুৎতের খুটি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরপা এলাকায় কারখানার সামনে এ বিক্ষোভ করেন।
এ সময় প্রায় ১ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এএসবিআরএম স্টীল মিল কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও বেতন দেই দিচ্ছি বলে নানা টালবাহানা শুরু করেন।
মঙ্গলবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেননি।
এ কারণে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন।পরে কারখানার মালিক আবুল কালাম বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
কারখানার মালিক আবুল কালাম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে তাদের দাবিদাওয়া পরিশোধ করে দেবো। শ্রমিকরা কাজে যোগদান করেছেন।
রুপগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।