নেপালে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ, নেতা-মন্ত্রীদের বাড়িতে হামলা-আগুন
Published: 9th, September 2025 GMT
নেপালে চলমান জেন জি আন্দোলন দিন দিন আরো উত্তপ্ত হয়ে উঠছে। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন এলাকায় রাজনৈতিক নেতাদের বাড়িঘরে বিক্ষোভকারীরা হামলা চালিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে মন্ত্রীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে এবং বিরোধীদলীয় শীর্ষ নেতাদের বাড়িতেও হামলা হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেন জি আন্দোলনের বিক্ষোভকারীরা কাঠমান্ডু উপত্যকা এবং আশপাশের জেলায় রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলা চালায়। তারা পাথর নিক্ষেপ করে, কিছু স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। আন্দোলনের মূল কারণ হলো সরকারের দমননীতি, স্বচ্ছতার অভাব এবং বিক্ষোভে তরুণদের মৃত্যুর প্রতিক্রিয়া। এর জেরেই বিক্ষোভকারীরা নেতাদের বাড়িঘরকে টার্গেট করছে।
বিস্তারিত আসছে.
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
নেহাল ফেরায় কাবিলার জন্য ভালো নাকি মন্দ হলো, কী বলছেন পলাশ
আসল নামটাই যেন তাঁর বদলে গেছে। ভক্তদের কাছে তিনি সাত বছর ধরে ‘কাবিলা’ নামে পরিচিত। যেখানেই যান, সবাই কাবিলা বলেই সম্বোধন করে। অনেক সময় এই অভিনেতার জিয়াউল হক পলাশ নামটিই আড়ালে পড়ে যায়। তবে পর্দার নামটিও তাঁর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। এটাকে দর্শকদের উপহার হিসেবে নেন ‘ব্যাচেলর পয়েন্টের’ এই কাবিলা খ্যাত অভিনেতা।
হাবু, পাশা, রোকেয়া, বোরহান চরিত্রের মধ্যে আলাদা করে সাড়া জাগিয়েছেন কাবিলা। এই ধারাবাহিক পলাশকে জনপ্রিয়তা দেওয়ার অন্যতম কারণ তাঁর ভাষা নোয়াখালী অঞ্চলের। একই সঙ্গে গল্পে ব্যাচেলরদের জীবনের নানান চিত্র তুলে ধরার কারণে, এটি দর্শক পছন্দ করেন। সিরিজগুলোতে আলাদা করে আসে পলাশের চরিত্রের পরিসর, যা দর্শক বেশির ভাগ সময়ই গ্রহণ করেন। তারপরও এই অভিনেতাকে তেমন কোনো ধারাবাহিকে দেখা যায় না। এর কারণ কী?
অভিনেতা পলাশ। ছবি: ফেসবুক থেকে