কুমিল্লায় মা–মেয়ে হত্যা: কবিরাজ মোবারক হোসেন গ্রেপ্তার
Published: 9th, September 2025 GMT
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী সুমাইয়া আরফিন (২৩) ও তার মা তাহমিনা বেগমকে (৪৫) হত্যার ঘটনায় কবিরাজ মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ সাংবাদিকদের এ সব তথ্য জানান।
আরো পড়ুন:
কুবি শিক্ষার্থী ও তার মাকে হত্যার ঘটনায় আটক ১
কুবি শিক্ষার্থী ও তার মায়ের হত্যা’র বিচারের দাবিতে মানববন্ধন
পুলিশ সুপার জানান, পালানোর সময় মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকার ‘নেলী কটেজ’ ভবনের দ্বিতীয় তলা থেকে মা–মেয়ের লাশ উদ্ধার হয়। পরে পুলিশের বিশেষ অভিযানে মোবারক হোসেনকে গ্রেপ্তার করা হয়। মোবারক (২৯) দেবিদ্বার উপজেলার কাবিলপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক হোসেন অপরাধের দায় স্বীকার করেছেন। ঝাড়ফুঁকের কথা বলে বাসায় ঢুকে সুমাইয়াকে ধর্ষণের চেষ্টা করেন তিনি। মা দেখে ফেলায় প্রথমে তাকে, পরে মেয়েকে শ্বাসরোধে হত্যা করেন।
এদিকে, কুবির শিক্ষার্থীরা খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আন্দোলন করে আসছে। টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তারা কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
   
ঢাকা/রুবেল/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য ম ব রক হ স ন
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
রূপগঞ্জে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে এএসবি আরএম নামে এক ষ্টীল মিল কারখানার শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও বিদুৎতের খুটি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলার তারাব পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বরপা এলাকায় কারখানার সামনে এ বিক্ষোভ করেন।
এ সময় প্রায় ১ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, এএসবিআরএম স্টীল মিল কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও বেতন দেই দিচ্ছি বলে নানা টালবাহানা শুরু করেন।
মঙ্গলবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করেননি।
এ কারণে ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকেন।পরে কারখানার মালিক আবুল কালাম বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
কারখানার মালিক আবুল কালাম বলেন, শ্রমিকদের সঙ্গে কথা হয়েছে তাদের দাবিদাওয়া পরিশোধ করে দেবো। শ্রমিকরা কাজে যোগদান করেছেন।
রুপগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।