ভিন্ন ধরনের এক প্রিজন ভ্যানে সেনা কর্মকর্তারা ট্রাইব্যুনালে
Published: 22nd, October 2025 GMT
২ / ৯সেনা কর্মকর্তাদের হাজিরাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিরাপত্তা ছিল জোরদার, পাহারায় ছিল র্যাব
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
একটা মানুষ কীভাবে এতটা সুখী হয়, জায়েদ খানকে নিয়ে জয়
আলোচিত অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তার এই পরিচয় এখন খানিকটা আড়ালেই পড়ে গেছে। কারণ বিতর্কিত সঞ্চালক হিসেবে লাইমলাইটে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সরব জয়। এই মাধ্যমে সমকালীন নানা বিষয় নিয়ে নিজের মত প্রকাশ করতে দেখা যায় তাকে। এবার জয় জানালেন, আলোচিত চিত্রনায়ক জায়েদ খানকে ‘হিংসা’ করেন তিনি।
জয় তার ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, সংগীতশিল্পী প্রতীক হাসান গান গাইছেন। আর গানের সঙ্গে চুটিয়ে নাচছেন জায়েদ খান। এ ভিডিওর ক্যাপশনে জয় তার ভালো লাগার অনুভূতি ব্যক্ত করেছেন।
আরো পড়ুন:
গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক: তানজিন তিশা
ভোটের মাঠে অভিনেতা তারিক স্বপন
জয় বলেন, “উনি কোন অপরাধে অপরাধী কিংবা কোন রাজনৈতিক দলের সদস্য সেটা আমি জানতে চাই না। আমি অবাক বিস্ময়ে দেখি, একটা মানুষ কীভাবে এতটা সুখী হয়? দলমত এবং পলিটিক্সের ঊর্ধ্বে ছোট্ট জীবনে মানুষের এই সুখকে আমি উপভোগ করি। পাশাপাশি হিংসাও করি।”
হিংসা করার কারণ ব্যাখ্যা করে জয় বলেন, “আমার বিবেক বুদ্ধি এবং সংবেদনশীলতা আমাকে এরকম আনন্দ করতে দেয় না। আমি আমার বিবেক-বুদ্ধি এবং সংবেদনশীলতা সবকিছুকেই তুচ্ছ মনে করি, যখন তার এই আনন্দ দেখি। ভালো থাকেন ভাই।”
জায়েদ খানের উদ্দে জয় বলেন, “আপনার দ্বারা যেন কারো ক্ষতি না হয়। বিনোদন দিয়ে যান এভাবেই। বাঙালির বিনোদনের বড় অভাব। যে কোনো একটা উপলক্ষ্যকে পেলে টেনেহিঁচড়ে বড় করে, তারা উপভোগ করার জন্য খুব চেষ্টা করে। কিন্তু আসলে কি তা উপভোগ্য হয়?”
ঢাকা/শান্ত