ফরিদপুরে বাক্‌ ও বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে (২৩) ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এই আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইসমাইল শেখ (৪৭)। তিনি ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশের পাহারায় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে গেছে, ২০২২ সালের সেপ্টেম্বরে বাক্‌ ও বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে পাটখেতে নিয়ে ধর্ষণ করেন আসামি ইসমাইল শেখ, তবে ওই তরুণী বাড়িতে গিয়ে কিছুই জানাতে পারেননি। কয়েক মাস পরে পরিবারের সদস্যরা বুঝতে পারেন ওই তরুণী অন্তঃসত্ত্বা। এরপর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে পরীক্ষা করে দেখা যায়, তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। পরে ৬ জুন তিনি মৃত সন্তান প্রসব করেন। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় এক ব্যক্তির পাটখেতে নিয়ে ওই প্রতিবন্ধী তরুণীকে নিয়ে ধর্ষণ করেছিলেন ইসমাইল। ওই খেতের মালিক ঘটনাটি তরুণীর পরিবারকে জানান এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিষয়টি প্রমাণিত হয়। এ নিয়ে স্থানীয়ভাবে সালিস হলেও কোনো সুরাহা হয়নি।

পরে ২০২৩ সালের ৯ জুন প্রতিবন্ধী তরুণীর মা বাদী হয়ে ইসমাইলকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইসমাইল শেখকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, ‘ওই নারী কথা বলতে পারেন না। অপরাধী ভেবে ছিল, সে নিরাপদে থাকবে। কিন্তু অপরাধ করলে আইনের মাধ্যমে যে এর সাজা পেতেই হবে, তা এই রায়ে প্রতিষ্ঠিত হয়েছে। রায়টি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

নাটোরের সাবেক এমপির বিরুদ্ধে জেলারকে সপরিবার প্রাণনাশের হুমকির অভিযোগ

নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেলকে সপরিবার হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নাটোর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। এ বিষয়ে নাটোর সদর থানায় তিনি একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জেলার শেখ মো. রাসেল বলেন, গত মঙ্গলবার রাতে ভারতের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁর ব্যক্তিগত ফোনে কল আসে। ফোনে ওই ব্যক্তি নিজেকে নাটোর-২ আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল বলে পরিচয় দেন। কুষ্টিয়া জেলা কারাগারে আটক থাকা মো. রাশিদুল ইসলাম কোয়েল তাঁর ঘনিষ্ঠ ব্যক্তি বলে তিনি জানান এবং তাঁর জামিন বিষয়ে কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশ কর্মকর্তাকে না জানানোর নির্দেশ দেন। তা না হলে ‘সমস্যা হবে’ বলে হুমকি দেওয়া হয়। গতকাল বুধবার বিকেলে রাশিদুল ইসলাম জামিনে মুক্তি পেলেও কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে পুনরায় গ্রেপ্তার করে।

শেখ মো. রাসেল আরও বলেন, গতকাল রাতে তাঁর সরকারি ফোনে আবারও একটি হুমকিমূলক বার্তা আসে। বার্তায় লেখা ছিল ‘আপনি যে অন্যায় কাজটি করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মনে রাখবেন, আপনার বউসহ পুরো পরিবারকে কীভাবে বাঁচাবেন, রক্ষা করবেন, সেটা ঠিক করে রাখবেন।’ তিনি বলেন, ‘ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কে আছি। তাই নিরাপত্তার স্বার্থে থানায় জিডি করেছি।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ