‘প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস?’, ‘দেলুপি’র টিজারে চমক
Published: 17th, October 2025 GMT
গ্রামের রাস্তা। দুই ধারে সারি সারি গাছ। সেই পথ ধরে দৌড়াচ্ছেন পার্থ নামের এক তরুণ। এর মধ্যে তাঁর মুঠোফোন বেজে ওঠে। কল ধরেই সেই তরুণ বললেন, ‘হ্যালো বাবা’, বাবা বললেন, ‘পার্থ তুই কনে?’ পার্থ বললেন, ‘আমি তো একটু বাইরে আছি।’ ছেলের কথা শুনে বাবা বললেন, ‘প্রধানমন্ত্রী পলাইছে, শুনিছিস?’ , পার্থ বলেন, ‘কী? প্রধানমন্ত্রী পলাইছে মানে?’
আজ প্রকাশিত ‘দেলুপি’ সিনেমার ২৭ সেকেন্ডের টিজারের গল্পটা এমনই। টিজারের শেষভাগে দেখা গেছে, দেয়ালে টাঙানো ফ্রেমে বাঁধা একজনের ছবি নামিয়ে ফেলা হয়। আপাতত ‘দেলুপি’ সিনেমার গল্পের এতটুকুই জানা গেল। গল্পের আরও খানিকটা জানতে ট্রেলারের জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।
‘দেলুপি’ সিনেমার দৃশ্য.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বলল ন
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ: স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে থাকছে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) চারটি বাম দলের আপত্তির পর জুলাই জাতীয় সনদ–২০২৫-এ পরিবর্তন আনা হয়েছে। চূড়ান্ত সনদে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ১৫০(২) সংশোধন করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম ও ষষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না। অর্থাৎ জুলাই সনদ অনুসারে সংবিধানে সংস্কার হলে তাতে সংবিধানের তফসিলে ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা থাকবে না। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের তফসিলে থাকবে।