বগুড়ায় বাড়িতে ঢুকে বৃদ্ধাকে খুন করে নগদ টাকাসহ মালামাল লুটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনা জানার পর থেকে বগুড়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লুট হওয়া কিছু টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় বাড়িতে ঢুকে বৃদ্ধা বিমলা পোদ্দারকে (৬৫) খুন করে নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতেরা।

আরো পড়ুন:

বরিশালে স্পিডবোটে এসে ৮ দোকানে ডাকাতি

সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ, টাকা-স্বর্ণালংকার লুট

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে বলেন, ‘‘ঘটনার পর বগুড়া জেলা ডিবি পুলিশের টিম দ্রুত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার হোতা জুয়েল, সহযোগী আসলাম, ইমরান ও রাজুকে গ্রেপ্তার করে।’’ 

তিনি আরো জানান, গ্রেপ্তারদের কাছ থেকে লুট হওয়া টাকার মধ্যে ১৩ হাজার টাকা, নিহত বিমলার মোবাইল ফোনসহ দুটি লুণ্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। 

বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

গ্রেপ্তার জুয়েল (২৬) দুপচাঁচিয়া উপজেলার তালোড়া নওদাপাড়া এলাকার নবাব আলীর ছেলে, বাহালুল প্রামাণিক রাজু (২৯) শিবগঞ্জ উপজেলার খেউনী বিন্ন্যাচাপড় এলাকার বাছেদ প্রামাণিকের ছেলে, ইমরান (৩১) কাহালু উপজেলার পোগইল এলাকার নাছির উদ্দীনের ছেলে এবং আসলাম (২৫) দুপচাঁচিয়া উপজেলার তালোড়া শাবলা এলাকার হাফিজার রহমানের ছেলে। 

আসামি বাহালুল প্রামাণিক রাজুর বিরুদ্ধে ডাকাতি, চুরি, দস্যুতাসহ চারটি মামলা রয়েছে। ইমরানের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা, আসলামের বিরুদ্ধে চুরির একটি মামলা ও জুয়েলের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও দস্যুতাসহ ছয়টি মামলা বিচারাধীন বলে পুলিশ জানিয়েছে।

আরো পড়ুন: বগুড়ায় নারীকে হত্যা করে ডাকাতি

ডাকাতির পর বাড়ির মালিক ও নিহতের ভাই হেমচাঁদ পোদ্দার হিমু বলেন, ‘‘আমরা দুই ভাই ও তিন বোন এই বাড়িতে বসবাস করি। রাত আড়াইটার দিকে পাঁচ থেকে সাতজনের ডাকাত দল মুখোশ পরে বাড়ির পেছন দিক থেকে প্রবেশ ঘরের দরজায় ধাক্কা দেয়। দরজা খুললে ডাকাতরা আমাকে, আমার ভাই ও বোনদের মারধর করে আহত করে। এ সময় আমার বোন বিমলা চিৎকার করলে ডাকাতরা তাকে খুন করে। চাবি ছিনিয়ে নিয়ে ডাকাতেরা সিন্দুক খুলে ও ঘরের অন্যান্য আসবাবপত্র তছনছ করে ৩ থেকে ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।’’ 

ঢাকা/এনাম/বকুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপজ ল র খ ন কর এল ক র

এছাড়াও পড়ুন:

শুটিং সেটে আগুনে দগ্ধ আরিফিন শুভ

চলচ্চিত্রে চরিত্র ফুটিয়ে তুলতে তারকাদের কখনো কখনো ঝুঁকিপূর্ণ দৃশ্যেও অংশ নিতে হয়। এমনই এক অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আগুনে দগ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ। 

ঢাকার বাইরে ‘মালিক’ সিনেমার শুটিং চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। পরিকল্পনা ছিল—শরীরের নিচের অংশে সামান্য আগুন ছুঁয়ে যাবে, আর শুভ অভিনয়ের মাধ্যমে দৃশ্যটিকে বাস্তব করে তুলবেন। কিন্তু ক্যামেরা ঘোরার পর পরিস্থিতি মুহূর্তেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের শিখা হঠাৎ উঠে গিয়ে শুভর পায়ে লাগে, কয়েক সেকেন্ডের মধ্যেই পুড়ে যায় তার পায়ের কিছু অংশ। 

আরো পড়ুন:

বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে যা বললেন রাশমিকা

অভিনেতা তিনু করিম লাইফ সাপোর্টে

শুটিং ইউনিট সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন শুভ। তীব্র তাপে কাঁপলেও হাল ছাড়েননি। তবে আগুন থামছিল না—ক্রমে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তখনই ছুটে আসেন ইউনিটের সদস্যরা; দ্রুত আগুন নিভিয়ে ফেললেও ততক্ষণে শুভর পা দগ্ধ হয়ে যায়। 

ঘটনার পরপরই শুটিং বন্ধ করতে চেয়েছিলেন পরিচালক সাইফ চন্দন। কিন্তু শুভ জেদ ধরে দাঁড়িয়ে যান—প্রাথমিক চিকিৎসা নিয়েই ফিরে আসেন ক্যামেরার সামনে। ইউনিটের সদস্যদের ভাষ্যে, সেদিনের শুটিং শেষ না করে ফিরতেই চাননি তিনি। এমনকি পায়ে ক্ষত নিয়েও এখনো নিয়মিত শুটিং চালিয়ে যাচ্ছেন এই তারকা। 

দুর্ঘটনা নিয়ে পরিচালক আনুষ্ঠানিকভাবে কিছু বলতে না চেয়েও জানান, সবকিছু নিয়েই সতর্কতা ছিল; তবু অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে গেছে। 

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে অ্যাকশন ঘরানার সিনেমা ‘মালিক’। এতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত নিবন্ধ