নারী টি-টোয়েন্টিতে নতুন বিশ্ব রেকর্ড, ৩৪ বলে সেঞ্চুরি
Published: 17th, October 2025 GMT
স্বীকৃত নারী টি–টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়েছেন কিরন নাবগিরে। আজ ভারতের সিনিয়র উইমেন্স টি–টোয়েন্টি ট্রফিতে ৩৪ বলে সেঞ্চুরি করেছেন তিনি। বিশ্ব রেকর্ড গড়ার পথে নাবগিরে ভেঙেছেন সোফি ডিভাইনের ৩৬ বলে সেঞ্চুরির রেকর্ড।
আজ ভারতের নাবগিরে শুধু নতুন রেকর্ডই গড়েননি, পাঞ্জাব উইমেন্সের বিপক্ষে ১১০ রান তাড়ায় মহারাষ্ট্রের হয়ে একাই করেছেন ১০৬ রান। তাঁর ৩৫ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও ৭টি ছক্কা।
নতুন রেকর্ডভারতের ঘরোয়া টুর্নামেন্ট সিনিয়র উইমেন্স টি–টোয়েন্টির পাঞ্জাব–মহারাষ্ট্র ম্যাচটি হয়েছে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে। প্রথমে ব্যাট করে পাঞ্জাব উইমেন্স ২০ ওভারে ৬ উইকেটে ১১০ রান করে। মহারাষ্ট্রের হয়ে রান তাড়ায় নামেন নাবগিরে ও ঈশ্বরী সাবকর। ইনিংসের সপ্তম বলেই সাবকর ১ রান করে আউট হন। এরপর তিনে নামা মুক্তা মাগরেকে নিয়ে নাবগিরে গড়েন ১০৩ রানের জুটি, মহারাষ্ট্র জিতে যায় ৮ ওভারেই।
১০৩ রানের অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেট জুটিতে মুক্তার অবদান ১০ বলে ৬ রান। অন্য প্রান্তে রীতিমতো ঝড় তুলেছেন নাবগিরে। ৩৪ বলে তিন অঙ্ক স্পর্শ করে গড়ে ফেলেন বিশ্ব রেকর্ডই। এর আগে ২০২১ সালে নিউজিল্যান্ড জাতীয় নারী দলের অধিনায়ক ডিভাইন ঘরোয়া প্রতিযোগিতায় ওয়েলিংটনের হয়ে ওটাগোর বিপক্ষে ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন।
নাবগিরে ব্যাট করেছেন ৩০২.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব শ ব র কর ড উইম ন স
এছাড়াও পড়ুন:
জুলাই সনদ: স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে থাকছে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) চারটি বাম দলের আপত্তির পর জুলাই জাতীয় সনদ–২০২৫-এ পরিবর্তন আনা হয়েছে। চূড়ান্ত সনদে বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ১৫০(২) সংশোধন করা হবে এবং এ সংশ্লিষ্ট পঞ্চম ও ষষ্ঠ তফসিল সংবিধানে রাখা হবে না। অর্থাৎ জুলাই সনদ অনুসারে সংবিধানে সংস্কার হলে তাতে সংবিধানের তফসিলে ৭ মার্চের ভাষণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণা থাকবে না। তবে স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানের তফসিলে থাকবে।