বাগেরহাটের মোংলায় খাল থেকে অজ্ঞাতনামা এক নবজাতকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে পৌর শহরের শাহজালাল পাড়া এলাকার মনপুরা খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম বলেন, ‘‘দুপুরে মনপুরা খালে এক নবজাতকের মরদেহ দেখতে পাই। ৯৯৯-এ ফেন দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। নবজাতকের বয়স একদিন হতে পারে। কেউ বাচ্চাটির পরিচয় জানে না। মরদেহটি কীভাবে এখানে এল কেউ বলতে পারছে না।’’

আরো পড়ুন:

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশ থেকে মরদেহ উদ্ধার

পাবনায় ডোবা থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

মোংলা থানার ওসি মো.

আনিসুর রহমান বলেন, ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কন্যা নবজাতকের পরিচয় ও মৃত্যুর কারণ জানতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’’

ঢাকা/শহিদুল/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর মরদ হ উদ ধ র মরদ হ

এছাড়াও পড়ুন:

সোনারগাঁয়ে শিশুদের চিত্রাঙ্কান প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক যুগান্তর পত্রিকার পাঠক সংগঠন স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার দুই দশক পদার্পন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, ডেঙ্গু নিধন কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের লাইব্রেরীতে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক (উপ-সচিব) কাজী মাহবুবুল আলম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের সভাপতি মোঃ মশিউর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম আজাদ সরকার, নারায়ণগঞ্জ জোনের টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মোঃ দেলোয়ার হোসেন। দৈনিক যুগান্তর পত্রিকার স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক ইমন চৌধুরী ও সিনিয়র আর্টিস্ট মোঃ কাউসার মাহমুদ।

বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়াম্যান এ্যাড. নাদিরা আক্তার নীরা ও ভাইস চেয়ারম্যান ইঞ্জিঃ মোঃ মোক্তার হোসেন এবং দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ও সোনারগাঁ স্বজন সমাবেশের উপদেষ্টা মোঃ আল আমিন তুষার।

যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সভাপতি ও গোয়ালপাড়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক দেওয়ান সামছুর রহমানের সভাপতিত্বে ও যুগান্তর স্বজন সমাবেশ সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক রোকনুজ্জামানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাংবাদিক ইমরান হোসেন, এরশাদ হুসাইন অন্য, হুমায়ুন কবির, কামরুল ইসলাম, শফিকুল ইসলাম, নৃত্যশিল্পী মিলন প্রমূ
 

সম্পর্কিত নিবন্ধ