গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতদের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে জেলা শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির সাজেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন এবং গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি জিহাদ খান।

ওসি মির সাজেদুর রহমান জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামিরা শহরের অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় জেলা শহরের বিভিন্ন স্থান থেকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন এবং গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি জিহাদ খানকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরো বলেন, “আজ বুধবার দুপুরে ব্যাপক পুলিশী পাহারায় গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/বাদল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ আওয় ম

এছাড়াও পড়ুন:

অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের দেড় শ বছর উদ্‌যাপনের নিবন্ধন কার্যক্রম শুরু

ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের দেড় শ বছর উদ্‌যাপনের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে দেড় শ বছর উদ্‌যাপনের থিম লোগো উন্মোচন, বৃক্ষরোপণসহ উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার বিকেলে জেলার অন্নদা সরকারি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

জেলার এই প্রাচীন বিদ্যাপীঠ প্রতিষ্ঠিত হয় ১৮৭৫ সালে। আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর প্রাচীন এই বিদ্যালয়ের দেড় শ বছর উদ্‌যাপনের উদ্যোগ নিয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স-স্টুডেন্টস সোসাইটি (আবেশ)। এ উপলক্ষে আজ শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে উদ্‌যাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের অনুষ্ঠানিক উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বেলা সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের ভেতরে থাকা স্কুলবাগানে দুটি বৃক্ষ রোপণ করেন আবেশের প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত লে. জেনারেল সাজ্জাদুল হক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার। পর্যায়ক্রমে বিদ্যালয় প্রাঙ্গণে দেড় শ বছর উদ্‌যাপনের নোটিশ বোর্ড স্থাপন ও উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে রক্তাক্ত জুলাই স্মরণে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানে ‘সুন্দর পৃথিবীর জন্য আমরা’ স্লোগানে দেড় শ বছর উদ্‌যাপনের থিম লোগো উন্মোচন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ অতিথিরা। পরে আবেশের সভাপতি সগীর আহমেদ অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা খালেদ হোসেন, আবেশের প্রধান পৃষ্ঠপোষক সাজ্জাদুল হক ও সভাপতি বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন সগীর আহমেদ, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য হাফিজুর রহমান মোল্লা, সহসভাপতি মো. ইমাম শাহীন ও খায়রুল ইমাম, সাধারণ সম্পাদক মো. জাহিদুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক অধ্যাপক তৌফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকার প্রমুখ। অতিথিরা কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • খানিকটা ছাড় দিয়ে এক জায়গায় আসার আহ্বান ঐকমত্য কমিশনের
  • অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের দেড় শ বছর উদ্‌যাপনের নিবন্ধন কার্যক্রম শুরু
  • সিলেট বিভাগের ১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থীদের নাম ঘোষণা, ৫ জন প্রবাসী
  • চুয়েট ছাত্রদলের খসড়া কমিটিতে থাকা শিক্ষার্থীদের শোকজ
  • সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
  • বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সভাপতি মারুফা, সম্পাদক সুজন
  • বিসিএমএর নতুন সভাপতি প্রিমিয়ার সিমেন্টের এমডি আমিরুল হক
  • জুলাই যাত্রা বাস্তবায়ন কমিটিতে জাপা নেতারা, বিব্রত এনসিপির তৃণমূল সংগঠকরা
  • তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন প্রস্তাব
  • চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি ঘোষণার পর শিক্ষার্থীদের বিক্ষোভ