গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে তাদেরকে আদালতদের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে জেলা শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মির সাজেদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন এবং গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি জিহাদ খান।

ওসি মির সাজেদুর রহমান জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামিরা শহরের অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় জেলা শহরের বিভিন্ন স্থান থেকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন এবং গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সহসভাপতি জিহাদ খানকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি আরো বলেন, “আজ বুধবার দুপুরে ব্যাপক পুলিশী পাহারায় গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হয়। পরে তাদেরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/বাদল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ আওয় ম

এছাড়াও পড়ুন:

ভোগবিলাসে ব্যস্ত উপদেষ্টাদের পদত্যাগ করা দরকার: আসাদুজ্জামান রিপন

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘কিছু কিছু উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন, একাধিক গাড়ি ব্যবহার করছেন। এটা অন্তর্বর্তী সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত নয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যদি এভাবে ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়েন, সংস্কারের যে এজেন্ডা, সংস্কারের যে লক্ষ্য, সেখান থেকে আমরা পিছিয়ে পড়ব। যেসব উপদেষ্টা এভাবে ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন, ওই উপদেষ্টাদের অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করা দরকার।’

আজ বুধবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাচগাঁও বাজারসংলগ্ন বালুর মাঠে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন আসাদুজ্জামান রিপন।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘অন্তর্বর্তী যে সরকার বর্তমানে ক্ষমতায় আছে, সে সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখতে পারছি যে স্বৈরশাসকেরা যেভাবে ভোগবিলাসে ব্যস্ত ছিল, বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা সেই বিগত স্বৈরশাসকের মতো ভোগবিলাসে লিপ্ত হয়েছেন।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে আসাদুজ্জামান রিপন বলেন, দ্রুত সংস্কার শেষ করতে হবে। সংস্কার শেষে এই সরকারকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে। দেশের মানুষের ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিতে হবে। একটি নির্বাচিত সরকারের কাছে দেশের ক্ষমতা তুলে দিতে হবে। তা না হলে দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে এবং জাতীয় নিরাপত্তা সংকটের মধ্যে পড়ে যাবে।

টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল ইসলাম ব্যাপারীর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সহসভাপতি আক্তার হোসেন, উপদেষ্টা আলী আহমদ শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা প্রমুখ।

সম্পর্কিত নিবন্ধ

  • ভোগবিলাসে ব্যস্ত উপদেষ্টাদের পদত্যাগ করা দরকার: আসাদুজ্জামান রিপন