বিপিএলের চট্টগ্রাম পর্বের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও ফরচুন বরিশাল। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। দুপুর দেড়টায় শুরু হয়েছে ম্যাচটি।
টানা পাঁচ ম্যাচ হেরে ষষ্ঠ ম্যাচে রেকর্ড রান করে জয় পায় ঢাকা। সেই মোমেন্টাম ধরে রেখেই আজ বরিশালের বিপক্ষেও ভালো করতে চায় তারা। অন্যদিকে পাঁচ ম্যাচ খেলে তিনটিতে জেতা বরিশালও আছে জয়ের খোঁজে। সবশেষ ম্যাচে তারা হেরেছিল দুর্দান্ত ফর্মে থাকা রংপুরের কাছে।
আরো পড়ুন:
আশ্বাসেও ভরসা নেই ক্রিকেটারদের!
চট্টগ্রামে বিপিএল টিকিট কিনতে দীর্ঘ সারি, সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বল নিয়ে ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ ভারতের
লর্ডস টেস্টের সেই পরিবর্তিত বল আলোচনায় এল আবারও। ভারতীয় টিম ম্যানেজমেন্ট অভিযোগ তুলেছে, বল পরিবর্তনের সময় ইংল্যান্ডকে বাড়তি সুবিধা দেওয়া হয়েছে, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
সেই টেস্টের দ্বিতীয় দিন সকালে দারুণ বোলিং করছিলেন যশপ্রীত বুমরা। প্রথম ১৪ ডেলিভারিতে নিয়েছিলেন ৩ উইকেট। কিন্তু মাত্র ১০ ওভারেই বল বিকৃত হয়ে পড়ে।
নিয়ম অনুযায়ী, এমন পরিস্থিতিতে সমমানের (১০ ওভার পুরোনো) বল দিয়ে পরিবর্তন করা উচিত। তবে ভারত দাবি করছে, পরিবর্তিত বলটি ছিল ৩০-৩৫ ওভার পুরোনো। বল বদলের পর পুরো সেশনেই ইংল্যান্ডের ৭ ও ৯ নম্বর ব্যাটসম্যানের বিপক্ষে আর কোনো উইকেট নিতে পারেনি ভারত।
ক্রিকেটবিষয়ক পোর্টাল ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়, পুরোনো বলটি গড়পড়তা ১.৮৬৯ ডিগ্রি সুইং ও ০.৫৭৯ ডিগ্রি সিম মুভমেন্ট করছিল। বদলি বলের সুইং ছিল মাত্র ০.৮৫৫ ডিগ্রি, যদিও সিম কিছুটা বেশি ছিল—০.৫৯৪ ডিগ্রি। ইংল্যান্ড সেই টেস্টের প্রথম ইনিংসে ২৭১ রানে ৭ উইকেট হারালেও শেষ পর্যন্ত করে ৩৮৭ রান। ভারত শেষ পর্যন্ত টেস্ট হারে ২২ রানে।
লর্ডস টেস্টে ২২ রানে হেরেছে ভারত।