মালয়েশিয়ায় দুই ফরম্যাটের আয়রনম্যানে সফল ১৪ বাংলাদেশি
Published: 1st, November 2025 GMT
বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ আয়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাতসহ ১৪ জন আজ মালয়েশিয়া দুই ফরম্যাটের আয়রনম্যান প্রতিযোগিতায় সফল হয়েছেন। আজ শনিবার সকালে মালয়েশিয়ার লাংকাউইতে একই সঙ্গে শুরু হয় ‘আয়রনম্যান মালয়েশিয়া’ ও ‘আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়া’ প্রতিযোগিতা।
আরাফাত ১১ ঘণ্টা ১১ মিনিট ৮ সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেন। নিজ বয়স গ্রুপে (৩৫-৩৯ বছর) তাঁর অবস্থান ৭৯ জনের মধ্যে দশম। মোট ৬৩২ জনের মধ্যে আরাফাতের অবস্থান ৯৩তম। আরাফাত হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘আজ গরমের কারণে বেশ কঠিন ছিল প্রতিযোগিতা। তবু আগের চেয়ে কম সময়ে আমি পেরেছি।’ আয়রনম্যান ও আয়রনম্যান ৭০.
আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করা অন্য বাংলাদেশিরা হলেন মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান, পবিত্র কুমার দাশ, ত্রিদিপ বাহাদুর রায়, সৌরভ সমাদ্দার ও সাজেদুর রহমান।
অগ্রণী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার মো. ফারুক হোসেন ১১ ঘণ্টা ৫৮ মিনিট ২ সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেছেন। নিজের বয়স গ্রুপে (৪০-৪৪) ১২৪ জনের মধ্যে তাঁর অবস্থান ৪০তম। সবার মধ্যে তিনি হয়েছেন ১৫২তম। জার্মান প্রবাসী মাহবুবুর রহমান আয়রনম্যান সম্পন্ন করতে সময় নেন ১২ ঘণ্টা ৩৭ মিনিট ১০ সেকেন্ড। নিজের বয়স গ্রুপে (৩০-৩৪) তাঁর অবস্থান ৭১ জনের মধ্যে ২৬তম। সবার মধ্যে তাঁর অবস্থান ১৯৯তম। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমার দাশ আয়রনম্যান মালয়েশিয়ায় সফল হয়েছেন। তিনি সময় নিয়েছেন ১২ ঘণ্টা ৩৯ মিনিট ৫০ সেকেন্ড। বয়স গ্রুপে (৪০-৪৪) তাঁর অবস্থান ৫৫তম। সবার মধ্যে তিনি হয়েছেন ২০৮তম।
মো. সজীবউৎস: Prothomalo
কীওয়ার্ড: র অবস থ ন বয়স গ র প আর ফ ত হয় ছ ন সময় ন
এছাড়াও পড়ুন:
মালয়েশিয়ায় দুই ফরম্যাটের আয়রনম্যানে সফল ১৪ বাংলাদেশি
বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ আয়রনম্যান মোহাম্মদ শামছুজ্জামান আরাফাতসহ ১৪ জন আজ মালয়েশিয়া দুই ফরম্যাটের আয়রনম্যান প্রতিযোগিতায় সফল হয়েছেন। আজ শনিবার সকালে মালয়েশিয়ার লাংকাউইতে একই সঙ্গে শুরু হয় ‘আয়রনম্যান মালয়েশিয়া’ ও ‘আয়রনম্যান ৭০.৩ মালয়েশিয়া’ প্রতিযোগিতা।
আরাফাত ১১ ঘণ্টা ১১ মিনিট ৮ সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেন। নিজ বয়স গ্রুপে (৩৫-৩৯ বছর) তাঁর অবস্থান ৭৯ জনের মধ্যে দশম। মোট ৬৩২ জনের মধ্যে আরাফাতের অবস্থান ৯৩তম। আরাফাত হোয়াটসঅ্যাপে প্রথম আলোকে বলেন, ‘আজ গরমের কারণে বেশ কঠিন ছিল প্রতিযোগিতা। তবু আগের চেয়ে কম সময়ে আমি পেরেছি।’ আয়রনম্যান ও আয়রনম্যান ৭০.৩ মিলিয়ে আরাফাতের এটি ১৯তম আসর।
আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করা অন্য বাংলাদেশিরা হলেন মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান, পবিত্র কুমার দাশ, ত্রিদিপ বাহাদুর রায়, সৌরভ সমাদ্দার ও সাজেদুর রহমান।
অগ্রণী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার মো. ফারুক হোসেন ১১ ঘণ্টা ৫৮ মিনিট ২ সেকেন্ড সময় নিয়ে আয়রনম্যান মালয়েশিয়া সম্পন্ন করেছেন। নিজের বয়স গ্রুপে (৪০-৪৪) ১২৪ জনের মধ্যে তাঁর অবস্থান ৪০তম। সবার মধ্যে তিনি হয়েছেন ১৫২তম। জার্মান প্রবাসী মাহবুবুর রহমান আয়রনম্যান সম্পন্ন করতে সময় নেন ১২ ঘণ্টা ৩৭ মিনিট ১০ সেকেন্ড। নিজের বয়স গ্রুপে (৩০-৩৪) তাঁর অবস্থান ৭১ জনের মধ্যে ২৬তম। সবার মধ্যে তাঁর অবস্থান ১৯৯তম। গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী পবিত্র কুমার দাশ আয়রনম্যান মালয়েশিয়ায় সফল হয়েছেন। তিনি সময় নিয়েছেন ১২ ঘণ্টা ৩৯ মিনিট ৫০ সেকেন্ড। বয়স গ্রুপে (৪০-৪৪) তাঁর অবস্থান ৫৫তম। সবার মধ্যে তিনি হয়েছেন ২০৮তম।
মো. সজীব