বিশ্বকাপের সুপার সিক্স পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে টাইগ্রেসদের জন্য এই ম্যাচে জয় ভীষণ প্রয়োজন। একই সঙ্গে, এটি একপ্রকার প্রতিশোধের ম্যাচও। ৩৪ দিন আগে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেউয়েমাস ওভালে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভেঙেছিল সুমাইয়া আক্তারদের দল।  

এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারত অধিনায়ক নিকি প্রসাদ। রোববার মালয়েশিয়ার বেউয়েমাস ওভালে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরুতে কিছুটা দেরি হয়। তবে, বৃষ্টির প্রভাব থাকলেও ম্যাচের ওভার সংখ্যা অপরিবর্তিত রাখা হয়েছে।  

সুপার সিক্সের গ্রুপ ১-এ ২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এসেছে। এই পর্বে ছয় দল থেকে প্রত্যেকে দুটি করে ম্যাচ খেলবে, যেখানে সেরা দুটি দল যাবে সেমিফাইনালে।  

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া জয় তুলে নিয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। ভারতের সংগ্রহ ৪ পয়েন্ট। আজকের ম্যাচে জয় পেলে ভারতেরও পয়েন্ট হবে ৬। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচটি কেবল আনুষ্ঠানিকতায় পরিণত হবে।  

বাংলাদেশ একাদশ: সুমাইয়া আক্তার (অধিনায়ক), আফিয়া আশিমা ইরা, মোসাম্মৎ ইভা, ফাহমিদা ছোঁয়া, হাবিবা ইসলাম পিংকি, আনিসা আক্তার সোবা, সুমাইয়া আক্তার সুবর্ণা, নিশিতা আক্তার নিশি, জান্নাতুল মাওয়া, সাদিয়া আক্তার, সাদিয়া ইসলাম।  

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

সিডনিতে তিন তারকার হলো দেখা

দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।

বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।

তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।

ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।

সিডনিতে গাইছেন তাহসান

সম্পর্কিত নিবন্ধ