সিদ্ধিরগঞ্জে নেশাগ্রস্ত হয়ে কলহের সৃষ্টি করায় স্বামী মনিরুজ্জামান (৩৮) এর  গোপনাঙ্গ কর্তন করেছে স্ত্রী ছোয়া।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা দিকে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

তবে মনিরুজ্জামান বলেন, কোনো ঝামেলা ছাড়াই হঠাৎ আমার স্ত্রী ছোঁয়া আমার গোপনাঙ্গ কেটে ফেলে।

স্ত্রী ছোঁয়া বলেন, আমার স্বামী নারায়ণগঞ্জের একটি কোম্পানিতে ম্যানেজার হিসেবে কাজ করেন। তিনি প্রতিদিন নেশাগ্রস্ত হয়ে বাসায় ফিরে আমার সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ ও অশান্তি সৃষ্টি করতেন। আজ সকালের দিকে নেশাগ্রস্ত অবস্থায় কথাকাটাকাটির একপর্যায়ে নিজে তার গোপনাঙ্গ কেটে ফেলেন।

জানা গেছে, মনিরুজ্জামানের বাড়ি ফরিদপুর সদর উপজেলার জয়কালী গ্রামে।  হিরাঝিল এলাকায় ভাড়া থাকেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো.

ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জ থেকে গোপনাঙ্গ কাটা এক ব্যক্তি এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ

এছাড়াও পড়ুন:

অপারেশন ডেভিল হান্টসহ পুলিশের নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫২

নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা গোয়েন্দার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক আল মেহেদী বলেন, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এদের সবার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া বিভিন্ন মামলা রয়েছে। এ ছাড়া নিয়মিত অভিযানে আরও ৪০ জন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ডেভিল হান্টে গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সদস্য মো. রাসেল (৩১), বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক আ. সালাম (৬৬), বন্দর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহীন সরকার (৫৫), বন্দর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলমগীর হোসেন মাসুদ (৩১), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. জসিম উদ্দিন (৪০), ভূলতা ইউনিয়নের ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রনি হোসেন (২২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী বাসেদ মিয়া (৪৬), রূপগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. আব্দুল আলিম সরকার (৫৮), যুবলীগের সক্রিয় কর্মী সাহাদাত হোসেন (৩২) ও মো. সুমন (৩৯), আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মোতালেব মিয়া (৪০) ও জাহাঙ্গীর আলম রানা (৩৬)।

সম্পর্কিত নিবন্ধ

  • পবিত্র রমজান মাসকে আত্মশুদ্ধির মাস হিসেবে কাজে লাগাতে হবে : আবদুল জব্বার
  • ফতুল্লা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশন  উদ্যােগে ফ্রি সুন্নতে খাতনা
  • মায়ের সামনেই প্রাইভেটকারে পুড়ে শিশুর মৃত্যু
  • শিক্ষকরা পাঠদানে সঠিক নজর দিলে শিক্ষার্থীরা এগিয়ে যায় : সাখাওয়াত 
  • দলাদলি বন্ধ করেন : শিক্ষকদের টিপু
  • তানজিম হোমিওপ্যাথি কলেজের অর্ধশত গাছ কর্তন 
  • রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্টসহ পুলিশি অভিযানে গ্রেপ্তার ৬
  • রূপগঞ্জে দিপু ভুঁইয়ার সাথে বিএনপি নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়  
  • বন্দরে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় ছাত্রলীগ নেতা শ্যামল মৃধা গ্রেপ্তার
  • অপারেশন ডেভিল হান্টসহ পুলিশের নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫২