পাকিস্তানের করাচিতে চ্যাম্পিয়নস ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। তিন দিন পর দুবাইয়ে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এ ম্যাচে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ ভারতের কোন বোলারকে নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় পড়তে পারে? কে আবার, যশপ্রীত বুমরা! এটা সাধারণ ভাবনা হলেও পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন কোচ আকিব জাভেদ সে দলে নেই। পাকিস্তানের সাবেক পেসার উল্টো ভারতকেই পরামর্শ দিয়েছেন, চিরপ্রতিদ্বন্দ্বীরা যেন তাদের সেরা পেসার বুমরার যত্ন নেয়। অর্থাৎ বুমরার ফিটনেস নিয়ে ভাবতে বলেছেন ভারতকে।

আরও পড়ুনচ্যাম্পিয়নস ট্রফির আগে যেখানে পিছিয়ে বাংলাদেশ৬ ঘণ্টা আগে

গত ডিসেম্বর-জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার সিরিজে সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন বুমরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সে সিরিজে ৩২ উইকেট নিয়ে সিরিজসেরাও হন বুমরা। কিন্তু পিঠের পুরোনো চোট সিডনিতে শেষ টেস্টে ফিরে এসেছিল। যে কারণে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারেননি।

চ্যাম্পিয়নস ট্রফি সামনে রেখে বুমরা এখন আপাতত বিশ্রামে আছেন। চোটপ্রবণ হওয়ায় বুমরাকে সব টুর্নামেন্ট কিংবা সিরিজে খেলায় না ভারত। আইসিসির বড় টুর্নামেন্টে তাঁকে খেলানো হয় কিংবা বড় দলের বিপক্ষে সিরিজে। সে অনুযায়ী চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে বুমরাকে রেখেছে ভারত।

পাকিস্তানের অন্তবর্তীকালিন কোচ আকিব জাভেদ.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আফগানিস্তানে মধ্যরাতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় হিন্দুকুশ অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। দুই মাস আগেই দেশটিতে এক ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

ইউএসজিএস জানায়, রোববার দিবাগত রাতে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে মাজার-ই-শরিফ শহরের কাছে খোলম এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের গভীরতা প্রথমে ১০ কিলোমিটার বলা হয়। পরে তা সংশোধন করে গভীরতা ২৮ কিলোমিটার বলে জানায় সংস্থাটি।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৩১ আগস্ট আফগানিস্তানের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পটি আঘাত হেনেছিল। দেশটির পূর্বাঞ্চলে আঘাত হানা রিখটার স্কেলে ৬ মাত্রার ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ প্রাণ হারান।

আরও পড়ুনআফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ২২০৫, খোলা আকাশের নিচে মানুষ০৫ সেপ্টেম্বর ২০২৫

আফগানিস্তানে প্রায়শই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালা বরাবর, যেখানে ইউরেশীয় এবং ভারতীয় টেকটোনিক প্লেটগুলো মিলিত হয়েছে।

ব্রিটিশ ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ভূমিকম্পবিদ ব্রায়ান ব্যাপটির দেওয়া তথ্য মতে, ১৯০০ সাল থেকে উত্তর-পূর্ব আফগানিস্তানে রিখটার স্কেলে ৭ মাত্রার বেশি ১২টি ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন৩৫ বছরে আফগানিস্তানে ভয়াবহ যত ভূমিকম্প আঘাত হেনেছে০১ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ