গলে অস্ট্রেলিয়ার সিরিজ জয়টা এক রকম নিশ্চিতই ছিল। তবে শ্রীলঙ্কার কিপার-ব্যাটার কুশল মেন্ডিস অজিদের সেই জয়ের অপেক্ষাকে কতটা দীর্ঘায়িত করতে পারেন সেটাই ছিল দেখার। রবিবার (৯ ফেব্রুয়ারি, ২০২৫) চতুর্থ দিনটা ৪৮ রান নিয়ে শুরু করা কুশল মাত্র ২ রান যোগ করেই অস্ট্রেলিয়ান অফ স্পিনার নাথান লায়নের শিকারে পরিণত হলেন। তাতেই শেষ হয়ে যায় স্বাগতিকদের শেষ আশাটুকুও। শেষমেশ অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৭৫ রানের। যা অস্ট্রেলিয়া তাড়া করেছে ৯ উইকেট হাতে রেখেই।

ফলে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত হয় স্টিভেন স্মিথের দলের। শুধু তাই নয়, ২০০৩-০৪ মৌসুমের পর আবারও অজিদের বিপক্ষে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হলো লঙ্কানরা। অন্যদিকে ২০০৬ সালের পর প্রথম উপমহাদেশে এসে কোন দলকে ধবলধোলাই করার গৌরব অর্জন করল অজিরা। এর আগে ঘরের মাঠে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া।

তৃতীয় দিনে ৮ উইকেটের বিনিময়ে ২১১ রানে দিন শেষ করা শ্রীলঙ্কা চতুর্থ দিনে সর্বমোট ৩০ মিনিট টিকে ছিল। স্বাগতিকরা অলআউট হওয়ার আগে ২৩১ রান করে দ্বিতীয় ইনিংসে।

আরো পড়ুন:

ফিলিপস ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সারল কিউইরা

হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে শ্রীলঙ্কা

সফরকারীরা ৭৫ রানের ছোট লক্ষ্যে নেমে দলীয় ৩৮ রানের মাথায় ট্রাভিস হেডের উইকেটটি হারায়। এই বাঁহাতি ব্যাটসম্যান উইকেটের পেছনে ক্যাচ দেন প্রবাত জয়াসুরিয়ার বলে। এরপর অবশ্য ওপেনার উসমান খাজা এবং মারনাস লাবুশেনের নিরবিচ্ছিন্ন ৩৭ রানের জুটি অস্ট্রেলিয়াকে জয়ের বন্দরে পৌঁছে দেয়।

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উইক ট

এছাড়াও পড়ুন:

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সময়সূচি ঘোষণা

বছরের শেষভাগটা ভীষণ ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করেই এবার তারা পাড়ি জমাবে বাংলাদেশে। অক্টোবর-নভেম্বরে নির্ধারিত এই সফরে সীমিত ওভারের ক্রিকেট খেলবে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ইতোমধ্যেই আসন্ন তিনটি সিরিজের সূচি চূড়ান্ত করেছে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে অক্টোবরের ১৮, ২০ ও ২৩ তারিখে। এরপর শুরু হবে সমান সংখ্যক টি-টোয়েন্টি, যা অনুষ্ঠিত হবে অক্টোবরের ২৭, ৩০ ও নভেম্বরের ১ তারিখে।

আরো পড়ুন:

৭ উইকেটের হার, সিরিজ খোয়ালো বাংলাদেশ

শান্তর পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন দিপু, ভিসা হয়নি অঙ্কনের

তবে এর আগেই শারজাহতে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সেপ্টেম্বরের ২৭, ২৯ ও ৩০ তারিখে অনুষ্ঠিতব্য এই ম্যাচগুলো হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজের সফরের ভেন্যুগুলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, প্রথম দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে ও প্রথম টি-টোয়েন্টি হবে চট্টগ্রামে। বাকি দুটি টি-টোয়েন্টি আয়োজন করা হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে মিশ্র অভিজ্ঞতা হয়েছিল টাইগারদের। ক্যারিবীয়দের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার ঐতিহাসিক কীর্তি গড়লেও ওয়ানডে সিরিজে উল্টো হোয়াইটওয়াশের শিকার হতে হয়। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।

বাংলাদেশ সফর শেষে ওয়েস্ট ইন্ডিজ অক্টোবরেই পাড়ি দেবে ভারতে। যেখানে দুটি টেস্ট খেলবে তারা। প্রথম টেস্ট শুরু হবে ২ অক্টোবর আহমেদাবাদে। আর দ্বিতীয় টেস্ট হবে ১০ অক্টোবর দিল্লিতে। এরপর নভেম্বর-ডিসেম্বরে পূর্ণাঙ্গ সফরে যাবে নিউ জিল্যান্ডে। যেখানে পাঁচটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে তারা।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ সূচি:

ওয়ানডে সিরিজ:
১ম ওয়ানডে – ১৮ অক্টোবর,
২য় ওয়ানডে – ২০ অক্টোবর,
৩য় ওয়ানডে – ২৩ অক্টোবর।

টি-টোয়েন্টি সিরিজ:
১ম টি–টোয়েন্টি – ২৭ অক্টোবর,
২য় টি–টোয়েন্টি – ৩০ অক্টোবর,
৩য় টি–টোয়েন্টি – ১ নভেম্বর।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ

  • ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সময়সূচি ঘোষণা