বাংলাদেশের বাজারে রেনো১৩ সিরিজের নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে অপো বাংলাদেশ। ‘অপো রেনো১৩ ৫জি’ এবং ‘অপো রেনো১৩ এফ’ মডেলের ফোন দুটিতে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রযুক্তি থাকায় পানির ২ মিটার নিচে ৩০ মিনিট পর্যন্ত ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোন দুটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম’ ও ‘এআই লাইভফটো’ সুবিধা থাকায় ছবি তোলা বা ভিডিও ধারণের সময় স্বয়ংক্রিয়ভাবে ফোকাস, রং এবং কনট্রাস্ট সমন্বয় হয়ে যায়। ফলে ব্যবহারকারীরা তাঁদের পছন্দের মুহূর্তকে নিখুঁতভাবে ক্যামেরাবন্দী করতে পারেন।

রেনো১৩ ৫জি মডেলের ৬.

৫৯ ইঞ্চি পর্দার ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফলে সহজেই উন্নত রেজল্যুশনের ছবি ও ভিডিও দেখা যায়। ১২ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটিতে ৫ হাজার ৬০০ এমএএইচ ব্যাটারি থাকায় চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। সাদা ও নীল রঙে বাজারে আসা ফোনটির দাম ধরা হয়েছে ৬৯ হাজার ৯৯০ টাকা।

৬.৬৭ ইঞ্চি পর্দাযুক্ত রেনো১৩ এফ মডেলের ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর পাশাপাশি ৫ হাজার ৮০০এমএএইচ ব্যাটারি থাকায় এক চার্জে দীর্ঘসময় ব্যবহার করা যায়। পাশাপাশি ৪৫ ওয়াটের সুপারভুক চার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা সম্ভব। ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ৩৪ হাজার ৯৯০ টাকা।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: গ গ ব ইট র ন ১৩

এছাড়াও পড়ুন:

বাহরাইনের প্রতি বাংলাদেশিদের জন্যে ভিসা চালুর অনুরোধ 

ব্যবসায়ী, পেশাজীবী, দক্ষ ও আধা দক্ষ শ্রমিকসহ বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা সুবিধা পুনরায় চালু করতে বাহরাইনের প্রতি অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উপদেষ্টা দু’দেশের জনগণের সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ভিসা পুনরায় চালুর এ অনুরোধ জানান।

বাহরাইনে ২১তম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে শনিবার (১ নভেম্বর) দেশটির উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এ সময়ে ভিসা পুনরায় চালুর অনুরোধটি জানান উপদেষ্টা। 

রবিবার (২ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

একইসঙ্গে তৌহিদ হোসেন কমিউনিটির কল্যাণ নিশ্চিত এবং সামাজিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ‘ফ্যামিলি ভিসা’ প্রদানের বিষয়টি বিবেচনা করারও অনুরোধ জানান। 

বাহরাইনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির অর্থনীতিতে বাংলাদেশের নাগরিকদের অবদানের প্রশংসা করেন। তিনি জানান, তার দেশের সরকার ধাপে ধাপে ভিসা সুবিধা পুনরায় চালুর জন্য কাজ করছে।

বৈঠকে উভয়ে দু’দেশের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তরে একটি চুক্তি সম্পাদনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

তৌহিদ হোসেন ২১তম মানামা সংলাপের অধিবেশনের পাশপাশি আরো কিছু অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে বিশ্ব নেতা, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।

তথ্যসূত্র: বাসস

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ