পানির নিচে ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায় এই স্মার্টফোনে
Published: 10th, February 2025 GMT
বাংলাদেশের বাজারে রেনো১৩ সিরিজের নতুন দুটি মডেলের স্মার্টফোন এনেছে অপো বাংলাদেশ। ‘অপো রেনো১৩ ৫জি’ এবং ‘অপো রেনো১৩ এফ’ মডেলের ফোন দুটিতে আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির প্রযুক্তি থাকায় পানির ২ মিটার নিচে ৩০ মিনিট পর্যন্ত ছবি তোলার পাশাপাশি ভিডিও করা যায়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে অপো বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফোন দুটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ‘এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম’ ও ‘এআই লাইভফটো’ সুবিধা থাকায় ছবি তোলা বা ভিডিও ধারণের সময় স্বয়ংক্রিয়ভাবে ফোকাস, রং এবং কনট্রাস্ট সমন্বয় হয়ে যায়। ফলে ব্যবহারকারীরা তাঁদের পছন্দের মুহূর্তকে নিখুঁতভাবে ক্যামেরাবন্দী করতে পারেন।
রেনো১৩ ৫জি মডেলের ৬.
৬.৬৭ ইঞ্চি পর্দাযুক্ত রেনো১৩ এফ মডেলের ফোনটির রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর পাশাপাশি ৫ হাজার ৮০০এমএএইচ ব্যাটারি থাকায় এক চার্জে দীর্ঘসময় ব্যবহার করা যায়। পাশাপাশি ৪৫ ওয়াটের সুপারভুক চার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জও করা সম্ভব। ৮ গিগাবাইট র্যাম ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ধরা হয়েছে ৩৪ হাজার ৯৯০ টাকা।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
যেসব রোগ থাকলে ডাবের পানি পান করা উচিত নয়
ডাবের পানি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এতে প্রচুর পরিমাণে পুষ্টিকর উপাদান থাকে যা আমাদের শরীরে শক্তি যোগাতে সাহায্য করে। ডাবের পানিতে থাকে ভিটামিন, খনিজ পদার্থ এবং পটাসিয়ামের মতো পুষ্টি। তাই ডাবের পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়, শরীর হাইড্রেটেড থাকে এবং ত্বক উজ্জ্বল হয়। এর ব্যবহার শরীরের জন্য আরও অনেক কারণেই ভালো। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এত উপকারিতায় পরিপূর্ণ ডাবের পানি কিছু মানুষের জন্য ভালো নয়। আসুন জেনে নেওয়া যাক ডাবের পানি কাদের জন্য ক্ষতিকর।
ডায়াবেটিস
আপনি যদি ডায়াবেটিসে আক্রান্ত হোন তাহলে আপনার ডাবের পানি পান করা উচিত নয়। কারণ ডাবের পানি পান করলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যেতে পারে।
অ্যালার্জি
ডাবের পানি পান করার পরে যদি আপনার ত্বকে চুলকানি শুরু হয় বা লাল দাগ দেখা দেয়, তাহলে আপনার ডাবের পানি পান করা এড়িয়ে চলা উচিত।
আরো পড়ুন:
বিশেষজ্ঞের পরামর্শ: মুখের দুর্গন্ধ দূর করার উপায়
পেটের ওপরের অংশে ব্যথা, রেড ফ্ল্যাগ সিনড্রোমগুলো জেনে নিন
কিডনি রোগী
কিডনি রোগী এবং কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিদেরও ডাবের পানি পান করা উচিত নয়। ডাবের পানিতে পটাশিয়াম থাকে যা কিডনি সঠিকভাবে ফিল্টার করতে পারে না। ফলে কিডনি সংক্রান্ত সমস্যা বাড়তে পারে।
সর্দি-কাশি
যদি আপনার সর্দি-কাশিতে আক্রান্ত হোন, তাহলে ডাবের পানি পান করবেন না। এই পানি পান করলে সর্দি-কাশি আরও বেড়ে যেতে পারে।
সূত্র: ইণ্ডিয়া টিভি
ঢাকা/লিপি