শেষ হলো কেয়ার অব ঢাকার স্প্রিং কার্নিভাল
Published: 11th, February 2025 GMT
৭ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি ২৭-এর মাইডাস সেন্টারে ৩০টি সৃজনশীল উদ্যোগের অংশগ্রহণে শুরু হয় কেয়ার অব ঢাকার স্প্রিং কার্নিভাল সিজন-২। কিউরেশন আর সাজসজ্জায় মুগ্ধ করার মতো পুরো আয়োজনটি শেষ হয় ৮ ফেব্রুয়ারি রাত ৮টায়।
বসন্তের রঙের সমারোহের মিলনমেলা দেখা যায় ইট-কাঠের দেয়ালে। সেই যান্ত্রিকতায় কিছুটা বসন্তের রং ছড়িয়ে দেওয়ার ভাবনা থেকেই পপ-আপ শপ কেয়ার অব ঢাকার বসন্ত উৎসবের এবারের বিশেষ থিম রাখা হয় ‘কালার্স অব বাংলাদেশ’। এটি মূলত বার্ষিক আয়োজন হিসেবে প্ল্যাটফর্মটির তৃতীয় আসর হলেও, দ্বিতীয়বারের মতো তা এসেছে বসন্তের উৎসব নিয়ে।
এটি আমাদের তৃতীয় প্রদর্শনী। এখানে আমরা ৩০টি সৃজনশীল উদ্যোগ নিয়ে কাজ করছি। প্রতিটি উদ্যোগ নিজস্ব ডিজাইনে দেশীয় পণ্য তৈরি করে বলে জানান এ আয়োজনের অন্যতম সমন্বয়কারী ও ফ্যাশন ব্র্যান্ড সরলার কর্ণধার মানসুরা স্পৃহা।
এ ছাড়া আরও দুই সমন্বয়কারী ফাতেমা তুজ জোহরা নুভিয়া ও মুসাররাত নওশাবা জানান, গতবার অভূতপূর্ব সাড়া পেয়েছি। এবারও প্রত্যেক উদ্যোক্তা একটি বিশেষ থিমে কেয়ার অব ঢাকার জন্য একটি স্পেশাল পণ্য তৈরি করেছেন। দীর্ঘ ছয় মাসের বেশি সময় ধরে কাজ করেছেন তারা।
কেয়ার অব ঢাকার এ প্রদর্শনীতে ছিল– পোশাক, গহনা, প্রসাধনী ও স্কিন কেয়ার, খাবার, ব্যাগ, আর্টস ও ক্র্যাফট, হোম ডেকোর— এই সাত ক্যাটেগরিতে ৩০টি দেশীয় উদ্যোক্তা ব্র্যান্ডের পণ্য। এখানে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে ছিল– আর্টেমিস, বেক দ্য কেক বাই রুমানা, বেগম বাহার, বেনে ফুটওয়্যার, বেণী বুনন, চন্দ্রভান, চিত্রাঙ্গদা, কটন রুটস, দীঘল, দিশা’স রোড ব্লক-রঙের মানুষ, গুটিপা, হল্লা, খাদি বাই নুভিয়া, লিলিথ, মল্লিকা, এন’স কিচেন, অবনি, অহং, ঋতি, সরলা, শিল্পালোক, সিগনেট, সুতলি, সুরঞ্জনা, সুতন্তু, ট্যান, তানিস বাংলাদেশ, তাসা, দ্য হকার্স ও ইয়ামিন’স। নান্দনিক সজ্জায় সাজানো সেরা স্টলের জন্য ছিল বিশেষ পুরস্কার।
এই প্রদর্শনীর অংশ হিসেবে পরিবারের ছোট সদস্যদের জন্য আয়োজন করা হয়েছিল কিডস কার্নিভাল। তাদের ভাবনার জগৎকে ফুটিয়ে তুলতে এখানে ছবি আঁকা, ক্র্যাফটিং, সায়েন্স এক্সপেরিমেন্ট, খেলার সেশন ইত্যাদিতে অংশ নিতে পারবে ৪ থেকে ১৪ বছর বয়সী শিশুরা। এ আয়োজনে কেয়ার অব ঢাকার সঙ্গে ছিল ‘শৈশব’ ফ্যাশন লিমিটেড। v
উৎস: Samakal
কীওয়ার্ড: ক য় র অব ঢ ক র বসন ত
এছাড়াও পড়ুন:
যে কারণে সালাহ-ফন ডাইকদের কাছে এই শিরোপা বিশেষ
একসময় ইংলিশ ফুটবলের রাজা তারাই ছিল। ষাটের দশকের মাঝামাঝি থেকে আশির দশকের শেষ পর্যন্ত তো বলতে গেলে লিভারপুলেরই একচ্ছত্র আধিপত্য ছিল ইংল্যান্ডের শীর্ষ লিগে। তখন অবশ্য নামটা প্রিমিয়ার লিগ ছিল না, ছিল প্রথম বিভাগ লিগ। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ নাম হওয়ার পর থেকে যেন লিভারপুলের দুর্ভাগ্যের শুরু। প্রথম বিভাগ যুগে ১৮টি লিগ জেতা লিভারপুল প্রিমিয়ার লিগ যুগে এসে জিততেই ভুলে গেল!
প্রিমিয়ার লিগে শুরু হলো ম্যানচেস্টার ইউনাইটেডের একচ্ছত্র রাজত্ব। স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীন ১৩বার লিগ জিতে ইউনাইটেডের মোট লিগ শিরোপা হয়ে গেল ২০টি। লিভারপুলকে পেরিয়ে তারা হয়ে গেল ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব।
ইউনাইটেডের সেই আধিপত্যও শেষ হলো ২০১৩ সালে ফার্গুসনের অবসরের পর। কিন্তু রাজত্ব ফিরে পেল না লিভারপুল। ইংলিশ ফুটবলের নতুন রাজা হয়ে ওঠল ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার অধীন সর্বশেষ সাত মৌসুমে ছয়বার শিরোপা জিতে সিটি একের পর এক নতুন রেকর্ড গড়তে থাকল।
আরও পড়ুনলাল সমুদ্রে গোল উৎসবে চ্যাম্পিয়ন লিভারপুল১১ ঘণ্টা আগেমাঝে ২০১৯-২০ মৌসুমে ৩০ বছর পর লিভারপুল পেল ইংলিশ লিগের শিরোপার স্বাদ। তবে পৃথিবী তখন করোনা মহামারি চলছে। শিরোপা উৎসব হলো না লিভারপুলের মনের মতো।
এবার আর্নে স্লটের অধীন প্রথম মৌসুমেই আবার চ্যাম্পিয়ন লিভারপুল। সেটাও কী রাজকীয়ভাবে! চার ম্যাচ হাতে রেখে, নিজেদের মাঠ অ্যানফিল্ডে, ভরা গ্যালারির সামনে। লিভারপুলের এটি ২০তম লিগ শিরোপা, ইউনাইটেডের সঙ্গে যৌথভাবে তারাও এখন ইংল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব।
ইতিহাস গড়া এই ট্রফি জেতার পর কী বলছেন লিভারপুলের খেলোয়াড়েরাকোডি গাকপোর উদ্যাপন