বায়ার্নের আনন্দের রাতে এসি মিলানের হারের বেদনা
Published: 13th, February 2025 GMT
চ্যাম্পিয়নস লিগ প্লে-অফের প্রথম লেগের ম্যাচে আজ চোখ ছিল সাবেক দুই চ্যাম্পিয়নস বায়ার্ন মিউনিখ ও এসি মিলানের ওপর। শেষ ষোলোতে যাওয়ার প্রথম ধাপে লড়াইয়ে বায়ার্ন জিতলেও হেরে গেছে এসি মিলান। সেল্টিকের বিপক্ষে বায়ার্ন জিতেছে ২- ১ গোলে। আর ফেইনুর্ডের মাঠে মিলানের হার ১-০ গোলে। অন্য ম্যাচে মোনাকোর বিপক্ষে জিতেছে বেনফিকা। আর রাতের প্রথম ম্যাচে আতলান্তাকে হারিয়ে দিয়েছে ক্লাব ব্রুগা।শেষ ষোলোর পথে এগিয়ে গেল বায়ার্ন
সেল্টিক ১ : ২ বায়ার্ন মিউনিখ
সেল্টিকের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই পিছিয়ে পড়ে বায়ার্ন। যদিও অফসাইডের কারণে বেঁচে যায় জার্মান পরাশক্তিরা। বাতিল হওয়া এই গোলের পর প্রথমার্ধের বাকি সময় দাপট ছিল বায়ার্নেরই। একের পর আক্রমণে প্রতিপক্ষকে কাঁপিয়ে দেয় তারা। তবে বারবার চেষ্টা করেও গোল পাচ্ছিল না বায়ার্ন। শেষ পর্যন্ত অবশ্য ৪৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় বায়ার্ন।
দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে দেন মাইকেল ওলিস। বিরতির পর অবশ্য ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি বায়ার্ন। কর্নার থেকে বল পেয়ে দারুণ এক ভলিতে বায়ার্নকে ২-০ গোলে এগিয়ে দেন হ্যারি কেইন। ৭৯ মিনিটে দাইজেন মায়েদা সেল্টিকের হয়ে এক গোল শোধ করে ম্যাচে রোমাঞ্চ ফেরানোর আভাস দেন। যদিও শেষ পর্যন্ত সমতাসূচক গোলটি আর পায়নি তারা।
আরও পড়ুনশেষ মুহূর্তের নাটকীয়তায় লিভারপুলের হতাশা৪১ মিনিট আগেহারের হতাশা মিলানেরফেইনুর্ড ১ : ০ এসি মিলান
ফেইনুর্ডের মাঠে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে এসি মিলান। ৩ মিনিটে গোল করেন ইগর পায়াক্সাও। এই গোলের শোধের জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছে মিলান। সুযোগও এসেছিল বেশ কিছু। কিন্তু ৯০ মিনিটের পর যোগ করা সময়েও গোলটি আর পাওয়া হয়নি ইতালিয়ান ক্লাবটির। হার মেনেই ছাড়তে হয়েছে মাঠ। এখন আগামী মঙ্গলবার দ্বিতীয় লেগে নিজেদের মাঠে মিলান পাশার দান বদলাতে পারে কি না সেটাই দেখার অপেক্ষা।
ফেইনুর্ড-মিলান ম্যাচের একটি মুহূর্ত.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
‘দেশটা তোমার বাপের নাকি’ গাওয়ার পর পালিয়ে থাকতে হয়েছিল
শিল্পীর সৌজন্যে