নরসিংদীর রায়পুরার চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের দেয়ালে ‘মরার জন্য অপেক্ষা কর, জয় বাংলা’ লিখে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে উপজেলার চরসুবুদ্দি ইউনিয়নের চরসুবুদ্দি বাজারের বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ শুক্রবার বিকেলে চরসুবুদ্ধি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. দানিশ মিয়া ৪০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১৫০ জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা করেছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গত বুধবার রাতে একদল দুর্বৃত্ত বিএনপি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ওই সময় কার্যালয়ের দেয়ালে কয়েক জায়গায় রং ব্যবহার করে ‘মরার জন্য অপেক্ষা কর, জয় বাংলা’ লিখে তারা। এ সময় চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করে কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

এ সময় স্থানীয় লোকজন বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখে এগিয়ে আসে পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পর্যায়ের নেতাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন বকুল।

এ বিষয়ে জানতে চাইলে আশরাফ উদ্দিন বকুল বলেন, জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আদিল মাহমুদ জানান, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে মামলা হয়েছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এনপ র চরস ব দ

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ