আফগানদের কাছে হারের পর ইংলিশ ক্রিকেটে ‘হটাও বাটলার’ রব
Published: 27th, February 2025 GMT
ভূমিকম্প ঘটে গেছে ইংলিশ ক্রিকেটে। তাতে জস বাটলারের পায়ের তলায় মাটি থাকবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। মাইকেল ভন এরই মধ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফে লেখা কলামে এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তাঁর মতে, ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে বাটলার টিকতে পারবেন না। ইংল্যান্ডের আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেইনও মনে করেন, সবকিছু বিবেচনা করে বাটলারের অধিনায়কত্ব ছাড়ার সময়টা এখনই।
আরও পড়ুন‘আফগানিস্তানকে কেউ আর হালকাভাবে নেবে না’৩ ঘণ্টা আগেকিন্তু আফগানিস্তানের কাছে কাল রাতে হারের পর বাটলারের নিজের ভাবনা কী? লাহোরে ৮ রানের হারে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়েছে ইংল্যান্ড। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বাদ পড়ে ইংল্যান্ড। এবার বাদ পড়ল চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকেও। পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়ানডেতে সর্বশেষ চারটি দ্বিপক্ষীয় সিরিজেও হেরেছে বাটলারের দল। স্বাভাবিকভাবেই তাঁর অধিনায়কত্ব নিয়ে তাই প্রশ্ন ওঠাই স্বাভাবিক।
কাল চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের কাছে হেরে বাদ পড়েছে ইংল্যান্ড.উৎস: Prothomalo
কীওয়ার্ড: আফগ ন
এছাড়াও পড়ুন:
কলাগাছিয়া বিএনপির অনুষ্ঠানে যুবদল নেতা দিমানের যোগদান
বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত নতুন সদস্য ফরম সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে যোগদান করেছে কলাগাছিয়া ইউনিয়ন য্বুদলের সম্ভব্য সভাপতি দিমান ইসলাম।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৪টায় বিশাল নেতাকর্মী নিয়ে বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ আলতাফ মাহামুদ কমিউনিটি সেন্টারে বিশাল নেতাকর্মী নিয়ে যোগদেন তিনি।
ওই সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন য্বুদল নেতা শান্ত, নুরুল হক, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আলী স্বপন, নাঈমুর, আলী ইসলাম, মহিনউদ্দিন, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, আলামিন, সাইফুল, রকি ও জুম্মান প্রমুখ।