গত বছর অভিনেতা জহির ইকবালকে ধুমধাম করে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বিয়ের পর থেকে নানা বিরূপ মন্তব্যের মুখে পড়তে হয়েছে সোনাক্ষীকে। বিয়ের পর ধর্ম পরিবর্তন নিয়েও নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী।
সোনাক্ষী আর জহির বলিউডের সুখী দম্পতিদের অন্যতম, তা তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় চোখ রাখলেই বোঝা যায়। এই জুটির নানা রঙিন ও ভালোবাসামাখা ছবি ছড়িয়ে আছে তাঁদের ইনস্টার পাতায়।

সোনাক্ষী ভারতীয় হিন্দু পরিবারের মেয়ে, আর জহির মুসলমান সম্প্রদায়ের ছেলে। তাই তাঁদের বিয়েকে ঘিরে নানান প্রশ্ন উঠেছিল। এমনও শোনা গেছে, সোনাক্ষীর বাবা প্রবীণ অভিনেতা, রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহার এই বিয়েতে প্রবল আপত্তি ছিল। যদিও তিনি তাঁর একমাত্র মেয়ের বিয়েতে উপস্থিত ছিলেন। আর বেশ ধুমধাম করেই মেয়ের বিয়ে দিয়েছেন শত্রুঘ্ন। আরও গুঞ্জন ছিল যে বিয়ের পর ধর্ম পরিবর্তনের জন্য সোনাক্ষীর ওপর চাপ দেওয়া হচ্ছে।

আরও পড়ুনবিয়ের ছবি প্রকাশ করলেন সোনাক্ষী সিনহা২৩ জুন ২০২৪সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব য় র পর

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ