সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করে দারিদ্র্য কমাতে হবে: আব্দুর রব ইউসুফী
Published: 2nd, March 2025 GMT
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আব্দুর রব ইউসুফী বলেছেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা না হওয়ার কারণে আয়নাঘরে অন্তরিণ করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মহোৎসব করেছে আওয়ামী লীগ। এখন সময় ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে দারিদ্র্য কমিয়ে আনার।
আজ রোববার পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গণ–ইফতার কার্যক্রম শুরু করেছে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়–সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এ আয়োজন হয়।
আব্দুর রব ইউসুফী বলেন, এবি পার্টি এখন যেমন গণ–ইফতার কার্যক্রম করছে, রাষ্ট্রক্ষমতায় গেলে আরও জনকল্যাণমুখী কার্যক্রম করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এই আয়োজনে এবি পার্টির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মেজর (অব.
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বন্দরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের ইডিসি প্রকল্পের তার চুরি
বন্দরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের ফাইবার কানেক্টিভিটির ফোর কোরের ক্যাবল চুরি করে নিয়ে গেছে অজ্ঞাতনামা চোরেরা।
গত সোমবার ( ২৮ জুলাই) রাতে যে কোন সময়ে বন্দরের সিটি এলাকার ২১নং ওয়ার্ডের সোনাকান্দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে একই সড়কের নৌ বাহিনী ডকইয়ার্ড (বি.এন.ডি.ই.ডব্লিউ) হাই স্কুল পর্যন্ত এড়িয়া থেকে প্রায় ৭শ’ মিটার (৮০১১৯ নম্বর) ফাইবার তার নিয়ে যায় চোরের দলটি।
গুরুত্বপূর্ণ এসব তার চুরির ফলে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতাধীন বন্দর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান যথা জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সমূহ এবং সমাজ সেবা আওতাধীন, ভূমি সংস্কার বোর্ড, বস্ত্র অধিদপ্তর এই সকল অফিসের ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ায় কার্যক্রম ব্যহত হচ্ছে।
চুরি হওয়া তারের মূল্য প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা। এ ঘটনায় ইডিসি প্রকল্পের স্থানীয় পর্যায়ের সাইট ইনচার্জ মাহবুব আলম বাদী হয়ে ৩০জুলাই সকালে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে বিষয়টি ২৯ জুলাই দুপুরে বন্দর উপজেলা নির্বাহী অফিসারকে কাছে লিখিতভাবে অবহিত করা হয়।
ধারণা করা হচ্ছে উল্লেখিত অঞ্চলের কতিপয় অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী ও তাদের সহযোগীদের কেউ এসব তার চুরির ঘটনাটি সংঘটিত করেছে।
অভিযোগে উল্লেখ করা হয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় এর ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের এর ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতাধীন ফাইবার কানেক্টিভিটির ফোর কোর এর তার নং ৮০১১৯ যা ৫০ নং সোনাকান্দা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বি.এন.ডি.ই.ডব্লিউ হাই স্কুল পর্যন্ত ফাইবার তার চুরি গেছে।
এর ফলে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতাধীন বন্দর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান যথা জাতীয় বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহ, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন সমূহ এবং সমাজ সেবা আওতাধীন, ভূমি সংস্কার বোর্ড, বস্ত্র অধিদপ্তর এই সকল অফিসের ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়ায় কার্যক্রম ব্যহত হচ্ছে।