জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির আব্দুর রব ইউসুফী বলেছেন, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা না হওয়ার কারণে আয়নাঘরে অন্তরিণ করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের মহোৎসব করেছে আওয়ামী লীগ। এখন সময় ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে দারিদ্র্য কমিয়ে আনার।

আজ রোববার পবিত্র রমজান মাসের প্রথম দিন থেকে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) গণ–ইফতার কার্যক্রম শুরু করেছে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়–সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে এ আয়োজন হয়।

আব্দুর রব ইউসুফী বলেন, এবি পার্টি এখন যেমন গণ–ইফতার কার্যক্রম করছে, রাষ্ট্রক্ষমতায় গেলে আরও জনকল্যাণমুখী কার্যক্রম করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এই আয়োজনে এবি পার্টির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মেজর (অব.

) আবদুল ওহাব মিনারের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন অধ্যাপক সালেহ উদ্দিন আহমেদ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন রানা, আবদুল সানি হক, সহসাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রাজকীয় ভোজে ট্রাম্প–মেলানিয়াকে কী কী খাওয়ালেন রাজা চার্লস

জমকালো সাজে সেজেছে যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল। উপলক্ষটাও অনন্য, রাজকীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে এখানে রাজকীয় নৈশ্যভোজ আয়োজন করেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা।

বুধবার রাতের রাজকীয় এ আয়োজনে কূটনীতি, খাবার, ঐতিহ্য, সংগীত আর আভিজাত্য একসুতোয় বাঁধা পড়েছিল। ট্রাম্প–মেলানিয়াসহ রাজার অতিথি হয়েছিলেন বিশ্বের ১৬০ জন গণমান্য ব্যক্তি।

ডোনাল্ড ট্রাম্পের সম্মানে রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা রাজকীয় ভোজের টেবিল। যুক্তরাজ্যের উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হল, ১৭ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ