তেঁতুলিয়ায় গ্রেপ্তার ৫ জন টাঙ্গাইলে শিক্ষাসফরের বাস ডাকাতির সঙ্গে জড়িত: পুলিশ
Published: 3rd, March 2025 GMT
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৫ জন টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষাসফরের চার বাস আটকে ডাকাতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলার পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার সঠিবাড়ি-হরিপুর এলাকার আনোয়ার হোসেন (৪২), পীরগঞ্জ উপজেলার মকিমপুর এলাকার শরিফুল ইসলাম (২৮), আজমপুর ফকিরপাড়া এলাকার হাসানুর (৪১) ও পালানো শাহপুর এলাকার আয়নাল হক (৪০) এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মির্জাপুর এলাকার তৌহিদুল ইসলাম (৪০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষাসফরের বাস ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা জানিয়েছেন বলে দাবি করেন পুলিশ সুপার। তাঁর মতে, তেঁতুলিয়ায় একাধিক বাড়িসহ সড়কে গাছ ফেলে ডাকাতির পরিকল্পনা ছিল তাঁদের।
আরও পড়ুনটাঙ্গাইলে শিক্ষাসফরের বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪ জন কারাগারে২৭ ফেব্রুয়ারি ২০২৫পুলিশ জানায়, গত শনিবার গভীর রাতে তেঁতুলিয়া উপজেলার আজিজনগর এলাকায় বেলায়েত হোসেন নামের এক স্কুলশিক্ষকের বাড়িতে ডাকাতির খবর পাওয়া যায়। এরপর তাঁদের ধরতে জেলার ৫টি থানা এলাকায় বিভিন্ন এলাকা, রেলস্টেশন ও বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসানো হয়। পরে গতকাল রোববার সকাল সাড়ে ৬টার দিকে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে ডাকাত দলের সদস্য ও ও ট্রাকচালক আনোয়ার হোসেনকে আটক করা হয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে ভজনপুর এলাকায় অভিযান চালিয়ে দুটি যাত্রীবাহী বাস থেকে দুজন করে মোট ৪ ডাকাত সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম ও মালামাল জব্দ করা হয়।
গত শনিবার রাতের ডাকাতির ঘটনায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তেঁতুলিয়ায় মডেল থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী স্কুলশিক্ষক বেলায়েত হোসেন। মামলায় আটক পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২ থেকে ৩ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ ডাকাত সদস্যকে আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী।
আরও পড়ুনটাঙ্গাইলে শেষ রাতে শিক্ষাসফরের চারটি বাস আটকে ডাকাতি, শিক্ষক-শিক্ষার্থীদের মারধর২৫ ফেব্রুয়ারি ২০২৫শিক্ষাসফরের বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১১টাঙ্গাইলের ঘাটাইলে শিক্ষা সফরের ৪ বাস আটকে ডাকাতির ঘটনায় এ নিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হলো বলে জানান টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান। আজ নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
পুলিশ সুপার জানান, ২৫ ফেব্রুয়ারি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা ৪টি বাস নিয়ে নাটোরের একটি পার্কে শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা হয়। ভোর সাড়ে ৪টার দিকে ঘাটাইল-সাগরদীঘি সড়কের লক্ষণের বাধা এলাকায় পৌঁছালে ডাকাতির ঘটনা ঘটে।
আরও পড়ুনটাঙ্গাইলে শিক্ষাসফরের বাসে ডাকাতি: ‘গল্পে শুনলেও জীবনে প্রথমবার সেদিন ডাকাত দেখেছিলাম’২৬ ফেব্রুয়ারি ২০২৫এ ঘটনায় জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার গাজীপুর থেকে শরিফুল ইসলাম ওরফে শরিফ (১৯) ও রুপম চন্দ্র ভাট (২৪) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ জানায়, শরিফের বাড়ি রংপুরের পীরগঞ্জে। তাঁর বাবা আয়নাল একটি আন্তজেলা ডাকাত দলের প্রধান। বিভিন্ন জেলায় গিয়ে স্থানীয় ডাকাত দলের সদস্যদের সহায়তায় ডাকাতি করে থাকেন।
পুলিশের দাবি, এ তথ্য পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে টাঙ্গাইলের গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল গতকাল রাতে রংপুরে পৌঁছে। পঞ্চগড়ের পুলিশ সুপারকেও তথ্যটি জানানো হয়। পরে পঞ্চগড় পুলিশের একটি দল তেঁতুলিয়ার আজিজনগর এলাকা থেকে মূল পরিকল্পনাকারী আয়নালসহ ৫ জনকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনটাঙ্গাইলে শিক্ষাসফরের বাসে ডাকাতির ঘটনায় মামলা, জড়িত সন্দেহে আটক ২২৬ ফেব্রুয়ারি ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ড ক ত র ঘটন য় গ শ ক ষ সফর র ব স প র এল ক র উপজ ল র এল ক য় সদস য
এছাড়াও পড়ুন:
অনুমোদনের প্রথম দিন সেন্ট মার্টিন যায়নি কোনো পর্যটকবাহী জাহাজ
দীর্ঘ ৯ মাস পর শনিবার থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। কিন্তু প্রথম দিন কোনো জাহাজ সেন্ট মার্টিনে না যাওয়ার কারণে পর্যটকেরা দ্বীপে যেতে পারেননি। হাজারো পর্যটক সেন্ট মার্টিনে যেতে না পেরে হতাশ হয়ে ফিরে গেছেন। অন্যদিকে জাহাজমালিকেরা বলছেন, সরকারের বিভিন্ন শর্তের কারণে পর্যটকদের আগ্রহ না থাকায় জাহাজ চলাচল বন্ধ ছিল।
কক্সবাজার জেলা প্রশাসন সূত্র জানায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দ্বীপটি পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলে সরকারের কোনো বাধা নেই। লিখিতভাবে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে দিনে গিয়ে দিনেই চলে আসতে হবে; রাতে থাকা যাবে না।
এদিকে রাতে থাকার সুযোগ না থাকায় পর্যটকেরা যেতে আগ্রহী হচ্ছেন না। কারণ, দীর্ঘ সময় ভ্রমণ করে দ্বীপে গিয়ে আবার সেদিনই চলে আসতে হবে। এ কারণে জাহাজমালিকেরাও জাহাজ চালাতে অনীহা প্রকাশ করছেন। তাঁদের দাবি, দিনে গিয়ে দিনে ফিরে আসার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়।
কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. শাহিদুল আলম বলেন, জাহাজমালিকেরা যদি জাহাজ চলাচল বন্ধ রাখেন, সেটা তাঁদের ব্যাপার। সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় সরকারের জারি করা ১২টি নির্দেশনা এবার কঠোরভাবে বাস্তবায়ন করবে জেলা প্রশাসন।
শাহিদুল আলম বলেন, আগে টেকনাফ থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল করলেও নিরাপত্তার কারণে এখন কক্সবাজার শহর থেকে পর্যটকবাহী জাহাজ বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিনে যাতায়াত করবে।
সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকে জাহাজ ছেড়ে গেলে সেন্ট মার্টিন পৌঁছাতে সাত থেকে আট ঘণ্টা সময় লাগে। ফলে পর্যটকেরা কিছুই ঘুরে দেখতে পারবেন না। দিনে গিয়ে দিনে ফিরে আসা যেমন কষ্টসাধ্য, তেমনি ব্যবসার জন্যও তা অলাভজনক। এ কারণেই অনেক পর্যটক সেন্ট মার্টিন যেতে অনীহা প্রকাশ করেছেন।
হোসাইন ইসলাম আরও বলেন, রাতযাপন করার সুযোগ না থাকলে সেন্ট মার্টিনের পর্যটন মৌসুম জমে না। পর্যটকেরা রাতের সৈকত দেখতে চান, ঢেউয়ের শব্দ শুনতে চান। সেটাই তো সেন্ট মার্টিনের আসল আকর্ষণ।
পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মো. জমির উদ্দিন বলেন, সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের ক্ষেত্রে সরকারের নির্দেশনা কঠোরভাবে কার্যকর করা হবে। এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুনসেন্ট মার্টিনে নিষেধাজ্ঞা উঠছে কাল, তবে জাহাজ চলবে কি৩১ অক্টোবর ২০২৫