শনিবার (১৫ মার্চ) সারা দেশের মতো সিলেটে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনে সিলেট মহানগর এলাকায় ৩৬৮টি কেন্দ্রে মোট ৭৮ হাজার ২৪১ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার দুপুর ১২টায় নগর ভবনে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সিসিকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের সচিব মো.

আশিক নূর। 

সভায় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।  

তিনি আরও জানান, সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে স্থায়ী, অস্থায়ী, ইপিআই ও অতিরিক্ত মিলিয়ে সর্বমোট ৩৬৮টি টিকাদান কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এর মধ্যে ইপিআই স্থায়ী টিকাদান কেন্দ্র ১টি, ইপিআই নিয়মিত টিকাদান কেন্দ্র ২৭টি, অস্থায়ী টিকাদান কেন্দ্র ২৫৯টি, ভিটামিন ‘এ’ অস্থায়ী টিকাদান কেন্দ্র ৬০টি এবং অতিরিক্ত কেন্দ্র রয়েছে ২১টি। এই ক্যাম্পেইন সফল করতে ৮৪ জন সুপারভাইজারের অধীনে মাঠ পর্যায়ে কাজ করবেন ৭৩৬ জন স্বেচ্ছাসেবী। 

সভায় সিটি কর্পোরেশনের সচিব আশিক নূর ভিটামিন ‘এ’ এর অভাবে শিশুদের মধ্যে কি ধরনের প্রভাব পড়ে তা তুলে ধরেন এবং ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, শিশুদের ভবিষ্যত সুরক্ষিত করতে যে কোনো মূল্যে এই ক্যাম্পেইন সফল করা প্রয়োজন। ভিটামিন ‘এ’ পাওয়ার যোগ্য কোনো শিশু যাতে বাদ না পড়ে সে ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন তিনি। 

মতবিনিময় সভায় সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবীর, সিনিয়র সহসভাপতি এম এ হান্নান, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, কোষাধ্যক্ষ আনন্দ সরকার, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইউসুফ আলী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার হোসেন, সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার, সিসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুলতানা সিরাজী, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, সিনিয়র স্বাস্থ্য পরিদর্শক ভূপাল রঞ্জন চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

উৎস: Samakal

কীওয়ার্ড: ক য ম প ইন

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ