হালে খলনায়ক হিসেবে ববি দেওলের উত্থান হয়েছে, ‘গদার ২’-এর সাফল্য দিয়ে সানি দেওলও নিজের পারিশ্রমিকও কয়েক গুণ বাড়িয়েছেন। কিন্তু আপনি যখন শুনবেন দেওল পরিবারের সবচেয়ে ধনী তারকা এ দুজনের কেউ নন, তখন চমকে উঠতেই পারেন। কেবল দেওল পরিবারেই নয়, বলিউডে অনেক বড় তারকার চেয়ে বেশি সম্পদের মালিক এখন অভয় দেওল। প্রায় ৪০০ কোটি রুপির (প্রায় ৫৫০ কোটি টাকা) এই বিপুল সম্পদ তাঁকে শুধু ধনী বানায়নি; বরং নিজের পরিবারের মধ্যেও শীর্ষে নিয়ে গেছে।

অভয় দেওল। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ