Risingbd:
2025-04-30@21:45:27 GMT

কেন প্রেমে পড়লেন গৌরি-আমির?

Published: 17th, March 2025 GMT

কেন প্রেমে পড়লেন গৌরি-আমির?

কিরণ রাওয়ের সঙ্গে সংসার ভাঙার পর বেশ কিছু দিন সিঙ্গেল জীবনযাপন করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। পার্টনার বিহীন জীবন কিছুদিন কাটানোর পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়ান ষাট বছরের আমির খান। কয়েক দিন আগে প্রেমিকা গৌরি স্পাটকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে হইচই ফেলে দিয়েছেন ‘দঙ্গল’ তারকা।

আমির খানের চেয়ে ১৪ বছরের ছোট গৌরি। আমির ফিল্মি জগতের মানুষ হলেও গৌরি তা নন। আমির অভিনীত মাত্র দুটো সিনেমা দেখেছেন তিনি। তারপরও কেন আমিরের প্রেমে পড়লেন ৪৪ বছরের এই নারী। আমিরের সঙ্গে সংবাদিকদের মুখোমুখি হয়ে এ নিয়ে কথা বলেছেন গৌরি।

আমির খানের প্রেমে পড়ার কারণ ব্যাখ্যা গৌরি স্পাট বলেন, “আমি এমন একজনকে খুঁজছিলাম যে, মানুষ হিসেবে দয়ালু, ভদ্র এবং যত্নশীল।” গৌরির এই বক্তব্য শেষ হওয়ার পরই আমির খান খানিকটা ব্যঙ্গ করে বলেন, “এত কিছুর পরও তুমি আমাকেই খুঁজে পেলে?”

আরো পড়ুন:

আমিরের গোপন প্রেম কেউ কেন টের পায়নি?

আমাকে প্রাক্তন স্ত্রী বলবেন না: এ আর রহমানের স্ত্রী

রুপালি জগতের মানুষ হয়েও খুব সাধারণ একজন নারীর প্রেমে কেন পড়লেন আমির? এই প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। জবাবে ‘দিল’ তারকা বলেন, “আমি এমন একজনকে খুঁজছিলাম, যার কাছে শান্ত থাকতে পারি। সে আমাকে শান্তি দেয় এবং সে তো ছিলই।”

আমির খান ও গৌরি পূর্ব পরিচিত। ২৫ বছর ধরে পরস্পরকে চেনেন তারা। কাছাকাছি বসবাস করতেন না। ফলে যোগাযোগ ছিল না। দুই বছর আগে পুনরায় যোগাযোগ হয় তাদের। আর ২ বছর ধরেই প্রেম করছেন এই যুগল।

বেঙ্গালুরুর মেয়ে গৌরি বিয়ে করেছিলেন। তার ৬ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। বর্তমানে আমিরের প্রোডাকশন হাউজে কাজ করছেন গৌরি। কেবল তাই নয়, এখন তারা লিভ-ইন সম্পর্কে রয়েছেন। প্রশ্ন উঠেছে এ প্রেম কি পরিণয় পাবে? 

এ বিষয়ে আমির খান বলেন, “আমরা সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। আমি দুইবার বিয়ে করেছি। ষাট বছর বয়সে বিয়ে করাটা ঠিক হবে না। তারপরও দেখা যাক।”

তথ্যসূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে

ঢাকা/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আম র খ ন আম র খ ন আম র র বছর র

এছাড়াও পড়ুন:

রাঙামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের শুকনাছড়া এলাকা থেকে অস্ত্রসহ একজনকে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। 

আটককৃত ব্যক্তির নাম সুরেশ ওরফে বিদ্যুৎ চাকমা (৪৪)। তিনি নানিয়ারচর থানার দেওয়ানপাড়া গ্রামের হরিদাস চাকমার ছেলে। 

সোমবার (২৮ এপ্রিল) শুকনাছড়া এলাকায় মেজর মো. আবু নাঈম খন্দকার এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

আটককৃত বিদ্যুৎ চাকমার কাছ থেকে ১টি এলজি অস্ত্র, ২ রাউন্ড গুলি, ১০টি চাঁদা আদায়ের রশিদ বই, ১টি মোবাইল সেট, নগদ ২ হাজার ৪৮০ টাকা এবং ২টি হিসাবের খাতা জব্দ করা হয়।

বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মো. মাসুদ রানা পিএসসি বলেন, “আমাদের কাছে তথ্য ছিল সশস্ত্র সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে স্থানীয় জনসাধারণকে জিম্মি করে উক্ত এলাকায় ব্যাবসায়ীদের গাড়ি আটক করে চাঁদাবাজি করে আসছে। শুকনাছড়া এলাকায় পাঁচ জন সশস্ত্র সন্ত্রাসী চাঁদা আদায় করছে। উক্ত তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করলে চারজন পালিয়ে গেলেও একজনকে আটক করতে সক্ষম হয়েছি।”

জব্দকৃত মালামাল ও আসামিকে সাজেক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ঢাকা/শংকর/এস

সম্পর্কিত নিবন্ধ

  • কালীগঞ্জে একজনকে ‘পেরেক’ মেরে হত্যা 
  • রাঙামাটির বাঘাইছড়িতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ১
  • নিজেদের সক্ষমতা তৈরি হবে কীভাবে