তিন মাসে শেয়ারের দাম বেড়েছে ৩৪ টাকা, বিচহ্যাচারির বিষয়ে তদন্তের নির্দেশ
Published: 25th, March 2025 GMT
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিচহ্যাচারির শেয়ারের সাম্প্রতিক অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষকে এই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিএসইসির পক্ষ থেকে এ–সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
ডিএসইতে গত তিন মাসে কোম্পানিটির শেয়ারের দাম প্রায় ৩৪ টাকা বা সোয়া ৩৮ শতাংশের বেশি বেড়েছে। এর মধ্যে গত এক মাসেই বেড়েছে ১২ টাকা। মূল্যবৃদ্ধির পাশাপাশি লেনদেনের দিক থেকেও শীর্ষ ২০ কোম্পানির তালিকায় ছিল এটি। সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়া কোম্পানিটির এই মূল্যবৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে বিএসইসি। এ কারণে মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ডিএসইকে।
বিএসইসির আদেশে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিচহ্যাচারির শেয়ারের দাম ও লেনদেন উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে, যা সন্দেহজনক। এ অবস্থায় শেয়ারবাজারের সব ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহী, লেনদেনের জন্য অনুমোদিত প্রতিনিধি ও কমপ্লায়েন্স কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি শেয়ারবাজারের স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি বিধিমালা যথাযথভাবে পরিপালন করে কোম্পানিটির শেয়ার লেনদেনের জন্য ব্রোকারেজ হাউসগুলোকে নির্দেশ দেওয়া হয়।
এ ছাড়া ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লেনদেনের বিষয়টি তদন্ত করে বিএসইসিতে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিএসইসি উপপরিচালক শহীদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
এদিকে ঢাকার বাজারে আজ বিচহ্যাচারির প্রতিটি শেয়ারের দাম আড়াই টাকা বা ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২১ টাকা ৪০ পয়সায়। এদিন কোম্পানিটির প্রায় ৯ কোটি টাকার শেয়ারের হাতবদল হয়। ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ষষ্ঠ অবস্থানে ছিল এটি। ছয় মাস আগে গত সেপ্টেম্বরেও কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য ছিল ৮০ টাকার ঘরে। আর এক বছর আগে অর্থাৎ গত বছরের মার্চে এটির শেয়ারের দাম ছিল ৫০ টাকার কাছাকাছি। সেই হিসাবে এক বছরের ব্যবধানে এটির শেয়ারের দাম বেড়ে প্রায় সোয়া দুই গুণ হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ল নদ ন র তদন ত র ব এসইস
এছাড়াও পড়ুন:
নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়াল বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেধে দিয়েছিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তবে অনেক কোম্পানি ব্যর্থ হওয়ায় এবং ওইসব কোম্পানির আবেদনের আলোকে সময়সীমা বাড়িয়েছে বিএসইসি।
মঙ্গলবার (২৯ জুলাই) এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে এক জন করে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।