শহীদ আনাসের পরিবারের সঙ্গে দেখা করলেন উপদেষ্টা শারমিন এস মুরশিদ
Published: 3rd, April 2025 GMT
সমাজকল্যাণ ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ গতকাল বুধবার জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদ শাহরিয়ার খান আনাসের পরিবারের সঙ্গে দেখা করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা শারমিন এস মুরশিদ শহীদ আনাসের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাঁর ছোট দুই ভাইকে মাথায় হাত বুলিয়ে আদর করে দেন। উপদেষ্টা শহীদ আনাসের মা-বাবার সঙ্গে কথা বলেন। এ সময় আনাসের মা–বাবা আনাসের আন্দোলনে যাওয়ার স্মৃতিচারণা করেন। আনাসের স্মৃতিচারণা করতে করতে তাঁরা ভারাক্রান্ত হয়ে পড়েন।
আনাসের মা-বাবাকে সান্ত্বনা দিয়ে উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, জুলাই-আগস্টে ছাত্র–জনতার আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাঁদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার।
এ প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, ‘তাঁদের আমরা মুক্তিযোদ্ধাদের মতো সম্মানিত করব। তাঁদের কবরস্থান পাকা করার ব্যবস্থা করা হবে।’
শহীদ আনাসের পরিবারকে সাহায্য–সহযোগিতা দিয়ে সম্মানিত করায় তাঁর মা-বাবা অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান।
১৬ বছরের কিশোর আনাস জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় ঢাকার গেন্ডারিয়ায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
সিডনিতে তিন তারকার হলো দেখা
দূর প্রবাসের ব্যস্ত জীবনে হঠাৎ দেশের চেনা মুখের দেখা মিলে গেলে সেটি কেবল একটি সাধারণ সাক্ষাৎ থাকে না। বরং হয়ে ওঠে দেশের স্মৃতি টেনে আনা এক মুহূর্ত, হয়ে ওঠে একটুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি। এমনই এক দৃশ্যের অবতারণা হলো গত শনিবার অস্ট্রেলিয়ার সিডনির এডমন্ডসন পার্ক মলে।
বাংলাদেশের তিন অঙ্গনের তিন পরিচিত মুখ—ক্রিকেটার ইমরুল কায়েস, গায়ক তাহসান খান ও অভিনেতা মাজনুন মিজান সেখানে হঠাৎ একত্র হলেন। ব্যস্ত নগরের ভিড়ে এই তিন তারকার দেখা হয়ে গেল এক ‘অপ্রত্যাশিত’ আড্ডায়।
তিন ভুবনের তারকারা
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সম্প্রতি পরিবার নিয়ে সিডনিতে স্থায়ী হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলা এই বাঁহাতি ব্যাটসম্যান এখন নতুন করে জীবনের আরেক অধ্যায় শুরু করেছেন অস্ট্রেলিয়ায়। অভিনেতা মাজনুন মিজানও অনেক দিন ধরেই পরিবার নিয়ে সিডনিতে বসবাস করছেন।
ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেতা দেশে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। নাট্যাঙ্গনের পরিচিত মুখ হলেও সিডনিতে তিনি অনেকটা পর্দার আড়ালেই থাকেন, তবু প্রবাসী বাঙালিদের কাছে তিনি প্রিয়জন।
অন্যদিকে গায়ক ও অভিনেতা তাহসান খান ছিলেন সফররত। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে কনসার্ট করছেন তিনি। ব্রিসবেন ও অ্যাডিলেডে সফল শো শেষে সিডনির কনসার্টেও হাজারো দর্শকের মন জয় করেছেন। এরপর সামনে রয়েছে মেলবোর্ন ও পার্থে তাঁর পরিবেশনা। সিডনিতে সফল কনসার্টের রেশ এখনো কাটেনি, এরই মধ্যে ঘটে গেল এই মিলন।