চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ‘এক্সেল শিওর সুজ’ নামের একটি কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকাল ১০টা থেকে সিইপিজেডের প্রবেশফটক এলাকায় সড়ক অবরোধ করে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। দুপুর পৌনে ১২টার দিকে তাঁদের ছত্রভঙ্গ করে সড়ক থেকে তুলে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়ক অবরোধের কারণে আশপাশের এলাকায় দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়ে মানুষ।

শ্রমিকেরা জানান, কারখানাটির ৪০ শ্রমিককে স্থায়ীভাবে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। গত ৩০ মার্চ তাঁদের ছাঁটাই করা হয়। গত শনিবার থেকে শ্রমিকেরা এর প্রতিবাদে কর্মসূচি পালন করে আসছেন। ছাঁটাই করা কর্মীদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়ে আসছেন তাঁরা।

কর্মসূচির মধ্যেই গতকাল রোববার সকালে কারখানার ফটক বন্ধ দেখতে পান শ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা ফটক ভেঙে কারখানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর করেন। এতে কয়েকজন আহতও হন।

পুলিশ বলছে, প্রতিষ্ঠানের নিয়মনীতি না মানায় কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। নিয়ম অনুযায়ী তাঁদের চার মাসের মজুরি পরিশোধ করা হয়েছে। ওই শ্রমিকেরা বিভিন্ন সময়ে কারখানায় কর্মরত অন্য শ্রমিকদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। তাই মালিকপক্ষ তাঁদের রাখতে রাজি না।

অবরোধের কারণে দীর্ঘ যানজট তৈরি হয় সড়কে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট ই কর অবর ধ

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ