সিসিটিভি ফুটেজে দেখা যায়, শিশুকে কোলে নিয়ে হাসপাতাল থেকে পালাচ্ছেন এক নারী
Published: 19th, April 2025 GMT
মাদারীপুর জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ৬ মাস বয়সী এক ছেলেশিশু চুরির অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা হাসপাতালের ষষ্ঠ তলার শিশু ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
চুরি হওয়া শিশুটির নাম আবদুর রহমান। তার বাবা সুমন মুন্সি ও মা সুমি আক্তার সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাসিন্দা। পরিবারের দাবি, শিশুটিকে নিয়ে ইজিবাইকে করে দ্রুত পালিয়ে যান বোরকা পরা এক নারী। হাসপাতালের সিসিটিভি ফুটেজে এ দৃশ্য ধরা পড়েছে।
পুলিশ ও স্বজনেরা জানানা, তিন দিন আগে সুমন ও সুমি দম্পতির দুই বছর বয়সী শিশুমেয়ে জামিলাকে অসুস্থ অবস্থায় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে আরেক মেয়েকে খাওয়াচ্ছিলেন সুমি। এ সময় গোলাপি রঙের বোরকা পরে এক নারী আবদুর রহমানকে কোলে তুলে নেন। আদর করার জন্য হাসপাতালের বারান্দায় নিয়ে যান। এরপর মুহূর্তেই সুমির চোখ ফাঁকি দিয়ে শিশুটিকে নিয়ে সটকে পড়েন তিনি। খোঁজাখুঁজি করে না পাওয়ায় পুলিশকে খবর দেওয়া হয়।
হাসপাতালের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছয় মাসের ওই শিশুকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল থেকে পালাচ্ছেন এক নারী। হাসপাতালে নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কান্নাজড়িত কণ্ঠে সুমি আক্তার বলেন, ‘চোখের পলকেই এ ঘটনা ঘটেছে। আমি আমার আদরের সন্তানকে ফেরত চাই।’ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নুরুল আমিন বলেন, বিষয়টি পুলিশ তদন্ত করছে। পরে তারাই সব বলবে।
ঘটনা তদন্তে ইতিমধ্যে মাঠে নেমেছে থানা ও গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরই মধ্যে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: এক ন র
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।