মধ্য রাতে আসাদ আর রাইসুল বাসায় ফিরছে। রাস্তায় শায়লা হন্তদন্ত হয়ে এসে বললো, আপনারা কি আমাকে একটু থানায় পৌঁছে দিবেন? মেয়েটি বললো, আজ রাতে আমি কোথায় থাকবো জানি না। বাড়ি থেকে পালিয়ে এসেছি। খালার বাসায় গিয়ে দেখি দরজায় তালা ঝুলছে।

পালালেন কেন জানতে চাইলে মেয়েটি বলে তার বাবার দ্বিতীয় স্ত্রীর অত্যাচারে। সে তাকে জোর করে বিয়ে দিতে চাইছে। কাছেই আসাদের খালার বাসা। সেখানে নিয়ে গেল। এবার শায়লা বলে তাকে একরুম ভাড়া দিতে। আসাদের কথায় রাজি হন খালা। পরদিন থেকে আবার শায়লা উধাও। পনেরো দিন কোন খোঁজ নেই। আসাদ উদ্বিগ্ন হয়ে পড়ে। শায়লাকে নিয়ে এত ভাবছে কেন সে! তবে কি তার প্রেমে পড়েছে? শায়লা ফিরে আসে অসুস্থ শরীরে। কিছুদিন পর খালা জানায় শায়লা হুট করে বাসা ছেড়ে দিয়েছে। যাওয়ার সময় আসাদকে একটা চিরকুট লিখে গেছে। আসাদ সেটা পড়ার জন্য দৌড়ে যায় খালার বাসায়। এগিয়ে যায় গল্প।

বাড়ি থেকে পালানো এমন গন্তব্যহীন যাত্রার গল্পের ‘ইন্দ্রজাল’ নাটকে শায়লা চরিত্রে অভিনয় করেছেন সামিরা খান মাহি। এতে তার বীপরীতে দেখা যাবে খায়রুল বাশারকে। নাসির খানের রচনায় এটি পরিচালনা করেছেন এল আর সোহেল। 

এতে অভিনয় প্রসঙ্গে মাহি বলেন, ‘অসাধারণ গল্পের নাটক ‘ইন্দ্রজাল’। আর শায়লা চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। কতটুকু পেরেছি দর্শকই ভালো বলতে পারবেন। আশা করছি নাটকটি দর্শকদের পছন্দ হবে’।

আজ  বুধবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটক ‘ইন্দ্রজাল’। 
 
 
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: অভ ন ত র

এছাড়াও পড়ুন:

নায়িকা হতে আসিনি, তবে...

গুটি, সুড়ঙ্গ, মাইশেলফ অ্যালেন স্বপন থেকে ওমর—সব সিনেমা-সিরিজেই প্রশংসিত হয়েছে আইমন শিমলার অভিনয়। অল্প সময়ের উপস্থিতিতেও নিজের ছাপ রাখতে পেরেছেন এই তরুণ অভিনেত্রী। ধূসর চরিত্রেও তিনি সাবলীল, অন্য তরুণ অভিনেত্রীদের থেকে এখানেই আলাদা শিমলা। তবে একটা কিন্তু আছে। এখন পর্যন্ত তাঁর অভিনীত আলোচিত চরিত্রগুলোর সবই চাটগাঁইয়া। শিমলা নিজে চট্টগ্রামের মেয়ে, একটা সময় পর্যন্ত বন্দরনগরীর বাইরে চেনাজানা ছিল সীমিত। এক সিরিজে তাঁর চাটগাঁইয়া ভাষা আলোচিত হওয়ায় পরপর আরও কাজে তাঁকে চাটগাঁইয়া চরিত্রের জন্য ভেবেছেন নির্মাতা।

এ প্রসঙ্গ দিয়েই অভিনেত্রীর সঙ্গে আলাপের শুরু করা গেল। শিমলা জানালেন, এ নিয়ে তাঁর নিজেরও অস্বস্তি আছে। চেষ্টা করছেন ‘চাটগাঁইয়া দুনিয়া’র বাইরে যেতে। সঙ্গে এ–ও জানিয়ে রাখলেন, ক্যারিয়ারের শুরুর দিকে তাঁর নিজের চরিত্র পছন্দ করে নেওয়ার সুযোগ কমই ছিল।

‘বেশির ভাগ ক্ষেত্রেই শুটিংয়ের ঠিক আগে জেনেছি চরিত্রটি সম্পর্কে। তখন তো কিছু করার থাকে না। তবে যেসব কাজ করেছি, সবই আলোচিত পরিচালক আর অভিনয়শিল্পীদের সঙ্গে; এ অভিজ্ঞতার মূল্যও কম নয়। শিহাব (শিহাব শাহীন) ভাইয়ের সঙ্গে মাইশেলফ অ্যালেন স্বপন, কাছের মানুষ দূরে থুইয়া, রবিউল আলম রবি ভাইয়ের সঙ্গে ফরগেট মি নট আমাকে সমৃদ্ধ করেছে। এ ছাড়া (শহীদুজ্জামান) সেলিম ভাইয়ের কথা বিশেষভাবে বলব। সুড়ঙ্গ ও ওমর—দুই সিনেমায় তিনি আমাকে অনেক সাহায্য করেছেন,’ বলছিলেন তিনি।

ঈদে মুক্তি পাওয়া এম রাহিমের সিনেমা জংলিতেও আছেন শিমলা। এ ছবিতে অবশ্য তাঁর চরিত্রটি চাটগাঁইয়া ভাষায় কথা বলে না। সে জন্য সিনেমাটি নিয়ে তিনি বেশি উচ্ছ্বসিত। ‘মুক্তির পর থেকে সিনেমা তো বটেই, আমার অভিনীত চরিত্রটি নিয়ে প্রশংসা পাচ্ছি কিন্তু দুঃখের কথা, আমি নিজেই এখনো দেখতে পারিনি। ব্যক্তিগত ঝামেলা, শুটিংয়ে ব্যস্ততার কারণে সম্ভব হয়নি। শিগগিরই আমার টিমের সঙ্গে দেখতে চাই,’ বলছিলেন তিনি।

আইমন শিমলা

সম্পর্কিত নিবন্ধ