ভ্রমণে বের হলে হাতে পর্যাপ্ত টাকা রাখতে হয়। সাধ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে করতে হয় ভ্রমণের জন্য স্থান নির্বাচন। তারপরে নতুন স্থান আর মানুষ দেখার আনন্দে নিয়ে ঘরে ফেরা যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রের শিকাগোতে বেড়াতে গিয়েছিলেন এক পর্যটক। উইলিস টাওয়ারের স্কাই ডেক দেখেছেন, যেখানে হলিউড সিনেমার শুটিং হয়— এমন কিছু জায়গাও ঘুরে দেখেছেন। ঘুরে বেড়ানোর এই সময়ে তিনি নর্থ কাম্বারল্যান্ড অ্যাভিনিউয়ের একটি দোকানে ঢুকে দেখেন, স্থানীয় ফাস্টপ্লে আল্টিমেট ডায়মন্ড জ্যাকপট টিকিট বিক্রি হচ্ছে। নিজের ভাগ্য যাচাই করতে তিনি একটি টিকিট কিনে ফেলেন।

হোটেলে ফিরে লাটারির ফলাফল দেখেন। প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না, কারণ লটারিটা তিনিই জিনেছেন আর পুরস্কারের অঙ্কও বেশ বড়। একটি লটারি কিনে তিনি জিতে নিয়েছেন ৩১ লাখ ৮৮ হাজার ১০৪ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩৮ কোটি ৭৩ লাখ টাকার বেশি!

দিনের বর্ণনায় লটারিজয়ী ওই ব্যক্তি নিজের নাম ট্রাভেলিং ট্রেজার বলে পরিচয় দিয়েছেন। তিনি লটারি জয়ের মুহূর্ত সম্পর্কে বলেন, ‘‘ওই মুহূর্তে আমি একই সঙ্গে হতবাক এবং বিস্মিত হয়েছিলাম। আমি নড়তে পারছিলাম না।’’

পুরস্কারের অর্থ দিয়ে কী করবেন, সে পরিকল্পনাও করে ফেলেছেন ট্রাভেলিং ট্রেজার। একটি বাড়ি কেনার স্বপ্ন দেখছেন তিনি।

তথ্যসূত্র: ইউপিআই

ঢাকা/লিপি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ