প্রিমিয়ার লিগের টেবিলে ১৪তম অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। কোচ হওয়ার পর রুবেন আমোরিম  এর চেয়ে খারাপের কথা নিশ্চয় চিন্তাও করতে পারেননি। লিগে বাজে খেললেও আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন টিকে আছে রেড ডেভিলসদের। কারণ অ্যাথলেটিকো বিলবাও-এর মাঠ থেকে ৩-০ গোলে জিতে ইউরোপা লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে দলটি। 

সান মেমেসে বৃহস্পতিবার রাতের ম্যাচে যা ঘটার প্রথমার্ধেই ঘটে গিয়েছিল। ঘরের মাঠ হলেও দ্বিতীয়ার্ধ  বিলবাও গোল হতে না দেওয়ার চেষ্টা করে গেছে। ম্যানইউ লিড বাড়ানোর চেষ্টা করলেও অ্যাওয়ে ম্যাচে গোল না খাওয়ার দিকে নজর রেখেছিল। 

ম্যাচের ৩০ মিনিটে ম্যানইউ প্রথম লিড নেয়। গোল করেন ফর্মে ফেরার ইঙ্গিত দেওয়া ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো। ৩৫ মিনিটে অ্যাথলেটিকো ক্লাবের ভিভিয়ান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচে ফেরার আশা একপ্রকার শেষ হয়ে যায় স্বাগতিক স্প্যানিশ দলটির। প্রথমার্ধেই আরও দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতে নেয় রেড ডেলিভসরা। 

ম্যাচের ৩৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্রুনো ফার্নান্দেজ ব্যবধান ২-০ করেন। ৪৫ মিনিটে তিনি দলকে ৩-০ গোলের লিড এনে দেন। তবে দ্বিতীয়ার্ধে আর কোন গোল হয়নি। আগামী ৯ মে ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয় লেগের লড়াইয়ে নামবে ম্যানইউ ও বিলবাও। ইউরোপা লিগের অন্য ম্যাচে টটেনহ্যাম ৩-১ গোলে নরওয়ের ক্লাব বোদো গ্লিম্টকে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইউর প ল গ

এছাড়াও পড়ুন:

লঞ্চ মালিক এম এ বারী খান মারা গেছেন

ঢাকা-চাঁদপুর নৌপথে চলাচলকারী এমভি রফ রফ ও আল বোরাক লঞ্চের মালিক এম এ বারী খান (৮২) মারা গেছেন।

শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এম এ বারী খানের বড় ছেলে বেনজির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘বাবা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে তিনি মারা গেছেন।’’

মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর চাঁদপুরের বাইতুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণে এম এ বারী খানের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

ঢাকা/অমরেশ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ