ভারত-পাকিস্তানকে অবিলম্বে সংঘাত ধামাতে বললেন ট্রাম্প, প্রয়োজনে সহায়তার আশ্বাস
Published: 8th, May 2025 GMT
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতকে ‘ভয়াবহ’ উল্লেখ করে তা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি বলেন, উভয় দেশের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে এবং প্রয়োজনে সংঘর্ষ নিরসনে তিনি সহায়তা করতেও প্রস্তুত।
ট্রাম্প বলেন, ‘অবস্থা সত্যিই খুব ভয়াবহ। আমি উভয় দেশকে ভালোভাবে চিনি। উভয়ের সঙ্গে আমার সুসম্পর্ক আছে। আমি চাই তারা বিষয়টি মিটিয়ে নিক। আমি চাই তারা থামুক।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। অন্তত এখন তারা থামবে বলে আশা করছি। উভয় দেশের সঙ্গেই আমাদের ভালো সম্পর্ক রয়েছে। আমি চাই, এটা (সংঘাত) বন্ধ হোক।’
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমি যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে অবশ্যই করব।’।
এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানও এই উত্তেজনা নিরসনে এগিয়ে এসেছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। ইরানি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে।
এ সপ্তাহের শুরুতে আরাকচি পাকিস্তান সফর করেন। দুই দেশের পররাষ্ট্র বিষয়ক নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা শেষে ইরান জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত। তেহরান বলেছে, তারা দুই দেশের সঙ্গেই ইতিবাচক সম্পর্ক বজায় রাখবে।
গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এ হামলায় এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চলছিল। এখন তা পাল্টাপাল্টি হামলায় রূপ নিয়েছে।
ভারতের হামলার পর পর এ ঘটনাকে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেছেন, ট্রাম্প বলেন, ‘এটা হতাশার। ওভাল অফিসের দরজা দিয়ে হেঁটে যাওয়ার সময় আমরা এ খবর শুনেছি।’ তিনি আরও বলেন, ‘আমার মনে হয়, অতীতের ইতিহাসের ভিত্তিতে মানুষ বুঝতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। তারা (ভারত-পাকিস্তান) দীর্ঘদিন ধরে লড়াই করছে।’
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইন্টার না পিএসজি, কাকে চ্যাম্পিয়ন দেখছেন আর্সেনাল কোচ
চ্যাম্পিয়ন্স লিগ থেকে আর্সেনালের বিদায়ের পর এবার পুরনো দল প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)কে শিরোপাজয়ী হিসেবে দেখতে চাইছেন মিকেল আর্তেতা। ফ্রেঞ্চ ক্লাবটির হয়ে খেলেছেন একসময়, সেই টান থেকেই এবার তাদের জন্য শুভকামনা জানালেন আর্সেনাল কোচ।
বুধবার রাতে দ্বিতীয় লেগের ম্যাচে ২-১ গোলের আত্মবিশ্বাসী জয় পেয়েছে প্যারিসিয়ানরা। দুই লেগ মিলিয়ে ৩-১ গোলের জয়ে পা রেখেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। পিএসজির পক্ষে ফ্যাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমি দারুণ দুটি গোল করেন। একটি শোধ করেন বুকায়ো সাকা।
ম্যাচ শেষে ফ্রেঞ্চ টিভি চ্যানেল ‘কানাল প্লাস’-কে দেওয়া সাক্ষাৎকারে আর্তেতা বলেন, ‘আমি আশা করি পিএসজি এবার ট্রফিটা জিতবে। এখানে (পিএসজিতে) আমার অতীত রয়েছে, সেখান থেকেই বলছি। আমি সত্যি মন থেকে চাই ওরা এবার চ্যাম্পিয়ন হোক।’
আর্তেতা মনে করেন, দুই লেগেই দোন্নারুম্মাই ছিলেন ম্যাচের পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়, ‘আমরা ওদের থেকে ভালো খেলেছি, তবে গোলরক্ষকই পার্থক্য গড়েছে। দুই লেগেই ম্যাচসেরা সে ছিল। এটাই আসল গল্প।’
আর্সেনাল কোচ আরও বলেন, ‘আমি আমার দলের জন্য গর্বিত। খেলোয়াড়রা সাহস, বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে। কিন্তু ফলাফলটাই সব বলে। আমরা ভালো খেলেও হেরে গেছি। এই জায়গা থেকে আমাদের আরও ভালো করার চেষ্টা করতে হবে।’
৩১ মে মিউনিখের আলিয়্যাঞ্জ অ্যারেনায় ফাইনালে মুখোমুখি হবে পিএসজি ও ইন্টার মিলান। প্রথমবারের মতো ইউরোপ সেরা হওয়ার পথে আরেকটি সুযোগ পেয়ে গেল ফরাসি জায়ান্টরা। আর তাদের পক্ষে গলা ফাটাচ্ছেন সাবেক তারকা মিকেল আর্তেতা।