ইয়েমেনের হোদেইদাহ বন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি সমর্থিত আল-মাসিরাহ টিভি এ তথ্য জানিয়েছে।
আল-মাসিরাহ টিভি জানিয়েছে, হোদেইদাহ গভর্নরেটের আস-সালিফ বন্দরে আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা অনলাইন জানিয়েছে, হোদেইদাহর পাশাপাশি রাস ইসার বন্দরগুলোতেও হামলার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, ইসরায়েলি বাহিনী হুতি নিয়ন্ত্রণাধীন বন্দরগুলোতে ‘আক্রমণ করেছে এবং মারাত্মকভাবে ক্ষতি’ করেছে।
কাটজ বলেছেন, “যদি হুতিরা ইসরায়েল রাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রাখে, তবে তারা যন্ত্রণাদায়ক আঘাত ভোগ করবে।”
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, এসব হামলা ‘শুরু মাত্র।’
তিনি বলেছেন, “আমরা চুপ করে বসে থাকব না এবং হুতিদের আমাদের ক্ষতি করতে দেব না। আমরা তাদের উপর আরো জোর দিয়ে আক্রমণ করব, যার মধ্যে তাদের নেতৃত্ব এবং আমাদের উপর আক্রমণ করার জন্য তাদের সক্ষম সব অবকাঠামোও অন্তর্ভুক্ত।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল ইসর য
এছাড়াও পড়ুন:
গফরগাঁওয়ে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার দুপুরে উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা বাজারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, টাঙ্গাব ইউনিয়নের বামুনখালী বটতলা বাজারের ব্যবসায়ী মো. ইকবাল হোসেন (৫৫) ও অটোরিকশা চালক ওয়াসিম (২৮)। নিহত ওয়াসিম পাঁচবাগ দিঘীরপাড় গ্রামের আবু বকরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২টার দিকে টাঙ্গাব বটতলা বাজার থেকে যাত্রী নিয়ে পাঁচবাগ চৌকা বাজারে আসার পর বিপরীত দিক থেকে আসা এক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইকবাল হোসেন নামে এক ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হন এবং অটোরিকশা চালকসহ কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অটোরিকশা চালক ওয়াসিম মারা যান। একই ঘটনায় আহত অপর দুজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাক চালককে আটক করে থানায় নিয়ে যায়।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাক চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।