দেশের আরও তিনটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোকে সরকারি করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে গত দুই মাসে ৮টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হলো। আজ সোমবার (১৯ মে) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পৃথক তিনটি প্রজ্ঞাপনে মাধ্যমিক বিদ্যালয় তিনটি সরকারি করার কথা জানানো হয়।
সরকারি হওয়া স্কুল তিনিটি হলো—খুলনার খালিশপুর উপজেলাধীন প্লাটিনাম মাধ্যমিক বিদ্যালয়, একই জেলার ফুলতলা উপজেলাধীন আলীম ঈস্টার্ণ মাধ্যমিক বিদ্যালয় ও নরসিংদী জেলার সদর উপজেলাধীন ইউ এম সি আদর্শ বিদ্যালয়।
এ–সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রচলিত বিধিবিধানের আলোকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক-কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবে না।
আরও পড়ুনমদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নের বৃত্তি, স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ১৭ মে ২০২৫এর আগে গত ৩০ এপ্রিল ঢাকার ডেমরার বাওয়ানী আদর্শ বিদ্যালয়, মার্চ মাসে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়, রাজশাহীর পবা উপজেলার রাজশাহী পাটকল উচ্চবিদ্যালয়, চট্টগ্রামের পাঁচলাইশ উপজেলার আমিন জুট মিলস উচ্চবিদ্যালয় ও খুলনার খালিশপুর উপজেলার ক্রিসেন্ট মাধ্যমিক বিদ্যালয় সরকারি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুনএসএসসি–এইচএসসির বোর্ডসেরাদের ১০ ও ২৫ হাজার টাকা দেবে সরকার, যেভাবে আবেদন ১১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জুলিয়া ফিরলেন কানে, স্বৈরশাসকদের নিশানায় তারিক সালেহ
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে সোমবার ফিরে এলেন ফরাসি নির্মাতা জুলিয়া দুকোর্নো। ২০২১ সালে ‘টিটান’ ছবির জন্য পাম দ’ওর জয়ী এই পরিচালক এবার হাজির হয়েছেন তার নতুন ছবি ‘আলফা’ নিয়ে। একই দিন প্রতিযোগিতার অংশ হিসেবে প্রদর্শিত হয়েছে সুইডিশ-মিশরীয় পরিচালক তারিক সালেহর রাজনৈতিক থ্রিলার ‘ঈগলস অফ দ্য রিপাবলিক’
সিনেমাটি দিয়ে চার বছর পর কানে ফিরলেন জুলিয়া দুকোর্নো। তার নতুন ছবি আলাফাকে কেন্দ্র করে তৈরি হয়েছে আগ্রহ। ছবিতে দেখা যাবে কিশোরী ‘আলফা’র জীবন, চরিত্রে নতুন মুখ মেলিসা বোরোশ। ছবির অন্যান্য চরিত্রে আছেন গোলশিফতে ফারাহানি ও তাহার রহিম। ‘টিটান’-এর চেয়ে অনেক বেশি সংযত নির্মিত এ ছবিকে বলা হচ্ছে পরিচালক দুকোর্নোর সবচেয়ে নিজস্ব ভাবনা চিন্তার দিক।
একই দিন প্রতিযোগিতায় অংশ নেয় ‘ঈগলস অফ দ্য রিপাবলিক, যা মিশরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির শাসনব্যবস্থাকে নিশানা করেছে। সালেহ বলেন, “আমি ওনার ভক্ত না, কিন্তু তিনিই আমার সিনেমায় বারবার আসেন কারণ তিনি বাস্তবতার অংশ।
এদিকে সোমবার লালগালিচায় নজর কাড়েন ইসাবেল হুপার, যিনি তার নতুন ছবি `লা ফেমে লা প্লাস রিচ ডু মন্ড' এর প্রদর্শনীতে হাজির হন।
এছাড়া বিতর্কের জন্ম দেন কেভিন স্পেসি। যৌন নিপীড়নের একাধিক মামলায় অভিযুক্ত এই অভিনেতা ‘Better World Fund’-এর উদ্যোগে সম্মাননা পাচ্ছেন কানে। আয়োজকেরা জানান, “তিনি বিচারে নির্দোষ প্রমাণিত হয়েছেন এবং তার শিল্পমেধার জন্য সম্মানপ্রাপ্য।”