গ্রামের মসজিদের মাইকে প্রচার চালানো হয় গরুকে ল্যাম্পি স্কিন রোগের টিকা দেওয়া হবে। অনেকেই বাড়ির গরু নিয়ে গ্রামের এক জায়গায় জড়ো হন। গরুপ্রতি ২০ টাকা করে নিয়ে ৩৭টি গরুকে টিকা দেওয়া হয়। পরে লোকজন বুঝতে পারেন, ওই টিকা মেয়াদোত্তীর্ণ; যে দুজন টিকা দিতে এসেছেন, তাঁরা পশু চিকিৎসক নন। শুরু হয় গরুর মালিকদের সঙ্গে টিকা দেওয়া কথিত দুই পশু চিকিৎসকের বাগ্‌বিতণ্ডা। খবর পেয়ে পুলিশ ওই দুজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের তাঁদের কারাদণ্ড দেওয়া হয়।

এ ঘটনা রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়ন পরিষদের পলিপাড়া গ্রামের। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই দুজন গরুকে মেয়াদোত্তীর্ণ টিকা দিচ্ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত দুজন হলেন পীরগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের খয়রুল্লা গ্রামের মাহফুজ হোসেন (২৪) ও শফিকুল ইসলাম (৩১)। এর মধ্যে মাহফুজকে চার মাসের ও শফিকুল ইসলামকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও খাদিজা বেগম।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে কথিত ওই দুই পশু চিকিৎসককে কারাদণ্ডাদেশ দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকালই তাঁদের রংপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পীরগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফজলুল কবীর বলেন, কারাদণ্ডাদেশপ্রাপ্ত ওই দুই ব্যক্তি পশু চিকিৎসক নন। তাঁদের কাছে পাওয়া টিকা ছিল সরকারি; তবে মেয়াদ উত্তীর্ণ। কীভাবে এসব টিকা তাঁদের হাতে গেল, সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রগঞ জ

এছাড়াও পড়ুন:

৭ ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ছাত্রদলের নেতাকর্মীরা

সাত ঘণ্টা পর রাজধানীর শাহবাগ মোড় ছেড়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন। 

এর আগে সকাল ১০টা থেকে রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রদলের নেতাকর্মীরা। 

কর্মসূচি তুলে নেওয়ার ঘোষণা দিয়ে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, আমরা বৃষ্টি উপেক্ষা করেও কর্মসূচি অব্যাহত রেখেছি। নেতাকর্মীরা সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাস্তায় থাকতে প্রস্তুত।

অন্তর্বর্তী সরকারকে ছাত্রদল নেতাকর্মীদের মনোভাব বোঝার আহ্বান জানিয়ে রাকিবুল ইসলাম বলেন, আমরা সব সময় শান্ত থাকব না। সাম্য হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

ছাত্রদলের সভাপতি বলেন, সাম্য হত্যাকাণ্ডের ৯ দিন পার হলেও প্রশাসন তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে। কিন্তু এই তিনজন খুনের সঙ্গে জড়িত কিনা, এ বিষয়ে প্রশাসন তাদের আশ্বস্ত করতে পারেনি।

কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদলের নেতাকর্মীরা জানান, শাহরিয়ার আলম সাম্য হত্যার ৯ দিন পার হলেও প্রশাসন জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। তারা দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার দাবি জানান।

সম্পর্কিত নিবন্ধ