ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া আমদানি করা সব আইফোনে ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকিও দেন তিনি। আগামী ১ জুন থেকে প্রস্তাবিত ওই শুল্ক কার্যকর হবে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শুক্রবার এক পোস্টে ট্রাম্প এসব কথা জানান। তাঁর বক্তব্য, দিন দিন ইইউর সঙ্গে সমঝোতা কঠিন হয়ে উঠছে। তাদের সঙ্গে চলমান আলোচনা ফলপ্রসূ হচ্ছে না। এ প্রেক্ষাপটে চলমান বাণিজ্যযুদ্ধ আরও তীব্র হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
ট্রাম্পের হুমকির পর নড়েচড়ে বসেছেন ইইউর নেতারা। ইইউ বাণিজ্যপ্রধান মারোস সেফকোভিচ বলেন, হুমকি নয়, সম্মানের ভিত্তিতে তাদের ২৭ দেশের জোট যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে বদ্ধপরিকর। মার্কিন বাণিজ্য দূত জেমিসন গ্রিয়ার ও বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সঙ্গে ফোনালাপও করেন সেফকোভিচ।
যুক্তরাষ্ট্রের এ শুল্ক হুমকি এমন একসময় এলো, যখন উভয় পক্ষের মধ্যে শুল্ক নিয়ে আলোচনা এক ধরনের অচলাবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্র চাচ্ছে একতরফা মার্কিন ব্যবসার জন্য ইইউ তাদের বাজার খুলে দিক। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইইউর বাণিজ্য বাধা, আর্থিক কারসাজি ও মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে অযৌক্তিক মামলার কারণে যুক্তরাষ্ট্রকে প্রতিবছর ২৫ হাজার কোটি ডলার ক্ষতি গুনতে হচ্ছে। এটা অগ্রহণযোগ্য।
গত এপ্রিলে ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করে দেশটি। পরে আরোপিত শুল্ক অর্ধেকে নামিয়ে এনে আগামী ৮ জুলাই পর্যন্ত ৯০ দিনের আলোচনার সময়সীমা নির্ধারণ করা হয়। গত বছর যুক্তরাষ্ট্রে ইইউর মোট রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৫০০ বিলিয়ন ইউরো (৫৬৬ বিলিয়ন ডলার)।
ডাচ প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেছেন, ইইউ নিজেদের নির্ধারিত কৌশলেই অটল থাকবে। ফ্রান্সের বাণিজ্যমন্ত্রী লরঁ সাঁ-মারতাঁ বলেন, ‘আমরা উত্তেজনা প্রশমনের পক্ষে। তবে প্রতিক্রিয়ার জন্যও প্রস্তুত আছি।’ আমদানি করা সব আইফোনে ট্রাম্পের ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির ব্যাপারে বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে আইফোনের উৎপাদন ফিরিয়ে আনার কৌশল হিসেবে অ্যাপলের ওপর ট্রাম্পের এই চাপ।
ইইউ ও অ্যাপলের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর শুক্রবার বিশ্বজুড়ে শেয়ারবাজারে ব্যাপক দর পতন হয়েছে। ওয়াল স্ট্রিটের তিনটি প্রধান সূচক পুরো দিন ধরে পড়তির মধ্যেই ছিল। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে প্রযুক্তিভিত্তিক নাসডাক সূচক। এখানে অ্যাপলের শেয়ার একাই ৩ শতাংশ কমে গেছে। প্যারিস ও ফ্রাঙ্কফুর্টের বাজার প্রায় ১.
শুল্কের বদলা নিতে ভারতের পদক্ষেপে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র
দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনার মধ্যেই ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। ভারত থেকে বছরে প্রায় ৩০০ কোটি ডলারের ইস্পাত আমদানি করে দেশটি। গত ফেব্রুয়ারিতে অ্যালুমিনিয়াম ও ইস্পাতজাত পণ্যের ওপর বাড়তি ২৫ শতাংশ আমদানি শুল্ক আদায় করার কথা জানায় ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে ভারত আলোচনায় বসতে চাইলেও সাড়া দেয়নি ওয়াশিংটন। এর পরই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ২৯টি পণ্যের ওপর শুল্ক বসানোর জন্য ডব্লিউটিওর কাছে বার্তা দেয় মোদি সরকার।
উৎস: Samakal
কীওয়ার্ড: য ক তর ষ ট র শ শ ল ক আর প আমদ ন
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট